অনলাইন নিউজ ডেস্ক।।
ইসরায়েল-ইরান সংঘাত এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর অবশেষে মুখ খুলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই।
বুধবার (১৮ জুন) ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, ‘যুদ্ধ শুরু হলো।’
ইরান ইন্টারন্যাশনাল নিউজ আউটলেটের অনুবাদ অনুসারে, খামেনেই তার পোস্টে লিখেছেন ‘মহান হায়দারের নামে, শুরু হলো যুদ্ধ।’ এখানে ‘হায়দার’ নামটি প্রায়শই হযরত আলীর জন্য ব্যবহৃত হয়, যাকে শিয়া মুসলমানরা প্রথম ইমাম এবং নবী মুহাম্মদের (সা.) উত্তরসূরি বলে মনে করেন।
পোস্টটির সঙ্গে একটি প্রতীকী ছবিও দেওয়া হয়েছে, যেখানে একজন ব্যক্তি তরবারি হাতে দুর্গের মতো একটি গেটে প্রবেশ করছেন এবং আকাশে আগুনের রেখা দেখা যাচ্ছে।
আরেকটি পোস্টে আয়াতুল্লাহ খামেনেই আরও কঠোর বার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, ‘আমাদের সন্ত্রাসী ইহুদিবাদী শাসনব্যবস্থার বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে। ইরান কখনোই জায়নবাদীদের (ইসরায়েল) সঙ্গে আপস করবে না।’
এই বার্তাটি এমন এক সময়ে এলো, যখন এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানের নিঃশর্ত আত্মসমর্পণের দাবি করেছিলেন। একইসাথে তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে, "আপাতত" খামেনেইকে হত্যা করার বিষয়টি স্থগিত রয়েছে। ট্রাম্পের এই মন্তব্যের পর খামেনেইয়ের এটিই প্রথম প্রকাশ্য বার্তা।
এই ঘোষণার মধ্য দিয়ে ইরান-ইসরায়েল সংঘাত আরও নতুন মোড় নেবে বলে বিশ্লেষকরা মনে করছেন।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Samakalin Kagoj. All rights reserved.