প্রিন্ট এর তারিখঃ জুলাই ২, ২০২৫, ২:০২ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৩, ২০২৫, ৫:৪৩ পি.এম
কুষ্টিয়ায় গণঅভ্যুত্থানে আহতদের হেলথ কার্ড ও ঈদ সামগ্রী বিতরণ

হৃদয় রায়হান,কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।
কুষ্টিয়া জেলায় জুলাই গণঅভ্যুত্থানে আহতদের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে হেলথ কার্ড ও ঈদ-উল-আজহার উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (৩ জুন) বেলা সাড়ে ১১টার সময় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের পক্ষ থেকে এসব সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ফয়সাল হোসেন এবং কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আব্দুল্লাহ আল মাহমুদ, কুষ্টিয়া জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান এবং জুলাই গণঅভ্যুত্থানে আহত রফিকুল ইসলাম, শরিফুল ইসলাম, নাজমুস সাকিব প্রমুখ।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে আহত ৪৩২ জনকে হেলথ কার্ড এবং ৫৮৪ জনকে ঈদ সামগ্রী প্রদান করা হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মূলত কোনো দল ছিল না। কিন্তু আন্দোলনের পরবর্তী সময়ে অনেকগুলো ছোট ছোট দল হয়ে গেছে।
এই আন্দোলনের উদ্দেশ্য কী ছিল এবং কিভাবে সকলে একত্রিত হয়েছিল, তা সবারই জানা আছে। জুলাই আন্দোলনে যারা সরাসরি যুক্ত ছিল এবং আহত হয়েছিল, আমরা তাদের যথাযথ সম্মান জানাবো। তবে এর মধ্যে যদি কেউ উপদ্রব সৃষ্টি করে থাকে, তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে
◑ Chief Adviser ☞ ◑ Adviser☞ Mohammad Kamrul Islam
◑Editor & publisher ☞ Mohammad Islam ✪Head office:-Motijheel C/A, Dhaka-1212,
✪Corporate office:-B.B Road ,Chasara, Narayanganj-1400, ✆Tell-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126
◑web:www.samakalinkagoj.com. ✪For news:(Online & Print)samakalinkagojnews@gmail.com,
✪For advertisements:-ads.samakalinkagoj@gmail.com✪For Editor & publisher:-editorsamakalinkagoj@gmail.com.✆Cell: +8801754-605090(Editor)☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
☞সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪ রেজি ডি/এ নং-৬৭৭৭
◑ All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority>(© সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ)
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.