বিশেষ প্রতিবেদক।।
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ আগামী জুলাই মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা।
শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির এ তথ্য জানান।
তিনি বলেন, "পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যে ফল প্রকাশের রেওয়াজ আছে। সেই অনুযায়ী ২৫ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ সম্ভব হবে।"
পরীক্ষার ফলপ্রস্তুতির অগ্রগতি সম্পর্কে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, “প্রধান পরীক্ষকদের কেউ কেউ প্রথমে খাতা নিতে অনীহা দেখালেও চিঠি ইস্যুর পর বেশিরভাগই খাতা নিয়ে গেছেন। এখন ওএমআর শিট জমা দেয়া শুরু হয়েছে। ১৫ জুনের মধ্যে সব শিট চলে আসবে। এরপর ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হবে।"
তিনি আরও জানান, বর্তমানে ওএমআর স্ক্যানিং ও নম্বর ইনপুটের কাজ চলছে।
এবারের এসএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা শুরু হয় ১০ এপ্রিল এবং শেষ হয় ১৩ মে। ব্যবহারিক পরীক্ষা শেষ হয়েছে ২৫ মে।
এ বছর মোট ১৯ লাখ ২৮ হাজার শিক্ষার্থী পরীক্ষার জন্য ফরম পূরণ করলেও ৩০ হাজারের বেশি শিক্ষার্থী এক বা একাধিক বিষয়ে অনুপস্থিত ছিলেন।
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার বলেছেন, এসএসসি ও সমমান পরীক্ষার ফল ৬০ দিনের মধ্যে প্রকাশের যে রেওয়াজ রয়েছে, তা ধরে রাখার জন্য তাঁরা আপ্রাণ চেষ্টা করছেন।
পরীক্ষার প্রথম দিনে (১০ এপ্রিল) মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি বলেন, “যদি রেওয়াজ থাকে, নিশ্চয় আছে; আমরা আপ্রাণ চেষ্টা করব সেভাবে ফল দেওয়ার।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.