প্রিন্ট এর তারিখঃ জুলাই ২০, ২০২৫, ৩:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৫, ২০২৫, ৫:১৫ পি.এম
কুষ্টিয়ায় তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

হৃদয় রায়হান,কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।
"নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি"এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় তিন দিনব্যাপী ভূমি উন্নয়ন মেলা-২০২৫ উদ্বোধন করা হয়েছে। ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সার্বিক সহযোগিতায় ও জেলা প্রশাসন কুষ্টিয়া এবং কুষ্টিয়া উপজেলা ভূমি অফিস কুষ্টিয়া সদর এ ভূমি মেলার আয়োজন করেছে। রবিবার সকাল দশটায় কুষ্টিয়া সদর ভূমি অফিসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২৫-২৭ মে তিন দিনব্যাপী এ ভূমি মেলার উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য শুভযাত্রা বের করা হয়।
পরে ফিতা কেটে ভূমি মেলার উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান।
এ সময় অন্যান্যের মধ্যে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আব্দুল ওয়াদুদ, জেলা প্রশাসনের সহকারি কমিশনার মুমতাহিনা পৃথুলা, জেলা রেজিস্টার গাজী মুহাম্মদ আব্দুল করিম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুফি মোঃ রফিকুজ্জামান, জেলা সিনিয়র তথ্য অফিসার মো: আমিনুল ইসলাম, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল-মামুন সাগর, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো: আব্দুর রাজ্জাক বাচ্চুসহ ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীগণ সেবা প্রত্যাশীগণ উপস্থিত ছিলেন। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.