প্রিন্ট এর তারিখঃ জুলাই ২০, ২০২৫, ৩:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২২, ২০২৫, ৫:১৯ পি.এম
হাইকোর্টের রায় বাস্তবায়নের দাবিতে সিভিল সার্জনকে মহিলা পরিষদের স্মারকলিপি

বিশেষ প্রতিনিধি।।
কেন্দ্রীয় কমিটি প্রদত্ত ধর্ষণের শিকার নারীর ডাক্তারী পরীক্ষার ক্ষেত্রে টু-ফিঙ্গার টেস্ট অবৈধ ঘোষণা করে মহামান্য হাইকোর্ট বিভাগের রায় বাস্তবায়নের দাবিতে সিভিল সার্জনের সাথে সাক্ষাৎ করে বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলা কমিটির স্মারকলিপি প্রদান করেন।
বুধবার ২১ মে ২০২৫ সকাল সাড়ে ১১টায় ধর্ষণের শিকার নারীর ডাক্তারী ( মেডিকো-লিগ্যাল) পরীক্ষার ক্ষেত্রে "দ্বি-আঙ্গুলের পরীক্ষা" বা "টু ফিঙ্গার টেস্ট" অবৈধ ঘোষণা করে মহামান্য হাইকোর্ট বিভাগের রায়ের বাস্তবায়ন বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের বিষয়ে বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলার কমিটির একটি প্রতিনিধি দল সিভিল সার্জন ডা: এ. এফ. এম মুশিউর রহমানের সাথে স্বাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক রহিমা খাতুন, সহ-সাধারণ সম্পাদক শোভা সাহা, সমাজকল্যাণ সম্পাদক নাসরিন ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক রোজী আবেদীন, অর্থ সম্পাদক শীলা সরকার ও প্রোগ্রাম এক্সিকিউটিভ সুজাতা আফরোজ।
নেতৃবৃন্দ মহামান্য হাইকোর্টের অবৈধ ঘোষণা দেওয়া "টু-ফিঙ্গার টেস্টের" নির্দেশনা বাস্তবায়নের বিষয়ে জানতে চাইলে সিভিল সার্জন জানান- নারায়ণগঞ্জ জেলায় এই টেস্ট করা হয় না। আমরা হাইকোর্টের নির্দেশনা অনুসরণ করে কাজ করি। নেতৃবৃন্দ তাঁর কাছে নারী ও শিশু নির্যাতন বিষয়ক স্বাস্থ্য সেবার ক্ষেত্রে সহযোগিতা কামনা করেন। তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এছাড়াও নির্যাতনের শিকার আহত নারী ও শিশুদের চিকিৎসাসহ বিভিন্ন বিষয় নিয়ে ডাঃ মনি ও ডা: মেহেদী হাসানের সাথে মতবিনিময় করা হয়। তাঁরা সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। ডা: মনি নারায়ণগঞ্জ শহরের স্কুল ছাত্র-ছাত্রীদের (১০-১৯ বছর) বিনামূল্যে স্বাস্থ্য সেবাদানের একটি প্রজেক্টের কথা বলেন। কিছু দিনের মধ্যে চালু হবে। শহরস্থ স্কুলগুলোতে প্রচার করা হবে। চালু হলে মহিলা পরিষদকেও জানানো হবে। নেতৃবৃন্দ এ প্রজেক্টে সহযোগিতার করার আগ্রহ প্রকাশ করেন।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.