প্রিন্ট এর তারিখঃ জুলাই ১০, ২০২৫, ৮:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২১, ২০২৫, ৪:২১ পি.এম
শরণখোলায় ট্রলারে বজ্রপাতের বিস্ফোরণে যুবক আহত

শরণখোলা প্রতিনিধি।।
বাগেরহাটের শরণখোলা উপজেলার ৪ নং সাউথ খালি ইউনিয়নের গাবতলা গ্রামে বজ্রপাতে মাছ ধরার ট্রলারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে এক যুবক আহত হয়েছে
আহত মো. বাইজিদ (১৮) বর্তমানে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাড়িতে রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হঠাৎ করেই বজ্রসহ ভারী বৃষ্টিপাত শুরু হয়। এ সময় গাবতলার বেড়িবাঁধ এলাকায় মো. মুজাম হাওলাদার (৪৫) ও তার ছেলে বাইজিদ মাছ ধরার ট্রলার মেরামতের কাজে ব্যস্ত ছিলেন। মুজাম হাওলাদার ট্রলারের বাইরে দাঁড়িয়ে কাজ করছিলেন, আর বাইজিদ ভিতরে ইঞ্জিন মেরামত করছিল।
ঠিক সেই মুহূর্তে প্রচণ্ড শব্দে বজ্রপাত ঘটে। বজ্রের তীব্রতায় ট্রলার ও এর ইঞ্জিন বিকট শব্দে ফেটে যায়। বাইজিদ ট্রলারের ভেতরে থাকায় বিস্ফোরণের ধাক্কা ও উচ্চ তাপমাত্রার প্রভাবে গুরুতর আহত হন। ঘটনাস্থলে থাকা তার বাবা অক্ষত অবস্থায় উঠে আসতে সক্ষম হন। পরে স্থানীয়রা ছুটে এসে আহত বাইজিদকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, বজ্রপাতের পরপরই পুরো এলাকা কেঁপে ওঠে। ট্রলার থেকে ধোঁয়া উঠতে দেখা যায় এবং আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গাবতলা এলাকার স্থানীয়রা জানান, গত কয়েক দিন ধরে উপকূলীয় অঞ্চলে বজ্রপাতের প্রবণতা বেড়ে গেছে।
এ ধরনের দুর্যোগে জনসচেতনতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন তারা।
প্রতিনিয়ত এমন প্রাকৃতিক দুর্যোগে মানুষের প্রাণহানি ও ক্ষয়ক্ষতি বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, ‘বর্ষা মৌসুমে বজ্রপাত থেকে রক্ষা পেতে জনসচেতনতা বৃদ্ধি ও তাৎক্ষণিক আশ্রয় গ্রহণের পরামর্শ মেনে চলা জরুরি।’
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.