বিশেষ প্রতিনিধি।।
জেলা গোয়েন্দা শাখার এসআই(নিঃ)/অংকুর কুমার ভট্টাচার্য্য ও এসআই(নিঃ)/মোঃ সোহেল মিয়া সঙ্গীয় এএসআই/ শহিদুল ইসলাম এবং ফোর্সসহ নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করা কালে (১৯ মে) রাত ০২.৪৫ ঘটিকার সময় গাউছিয়া এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জের লাভড়াপাড়ায় ধৃত আসামী মোঃ ইউসুফ মিয়া (৩০) এর গোয়াল ঘরের ভিতর কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও ফেনসিডিল বিক্রয় করার জন্য অবস্থান করিতেছে।
উক্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাৎক্ষণিকভাবে উল্লিখিত ডিবি পুলিশ সদস্য ও ফোর্সসহ রাত আনুমানিক ০৩.১০ ঘটিকায় ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩ জন মাদক কারবারি পালানোর চেষ্টাকালে একজনকে আটক করা করতে সক্ষম হয়।
আটককৃত মাদক কারবারি হলেন,মোঃ ইউসুফ মিয়া(৩০), পিতা- মুকুল ওরফে মকবুল মিয়া, সাং- লাভড়াপাড়া, থানা- রুপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ এর বাসিন্দা।
এসময়ে ঘটনাস্থল উপস্থিত থাকা অপর দুই মাদক কারবারি মোঃ ইব্রাহিম বাবু(২৮) ও মোঃ বিজয় মিয়া ওরফে হাফিজুর রহমান(২৬), পুলিশের উপস্থিতি টের পেয়ে সুকৌশলে ঘটনাস্থল হতে পালিয়ে যায়।
এসময় ধৃত মাদক কারবারি মোঃ ইউসুফ মিয়া(৩০) তার গোয়াল ঘর হতে নিজ হাতে বাহির করিয়া দেওয়া ১৩ (তের) প্যাকেট অবৈধ মাদকদ্রব্য গাঁজা, যাহার প্রতি প্যাকেটে ৪ (চার) কেজি করে মোট ৫২ (বায়ান্ন) কেজি, গাঁজা যার বাজার মূল্য আনুমানিক ১৫,৬০,০০০/= (পনের লক্ষ ষাট হাজার) টাকা এবং ৩ টি পাটের তৈরী বস্তার ভিতর রক্ষিত মোট ৫২০ (পাঁচশত বিশ) বোতল অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল, যার বাজার মূল্য ১৫,৬০,০০০/= (পনের লক্ষ ষাট হাজার) টাকা।
ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় উক্ত অবৈধ মাদক সামগ্রি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত অবৈধ গাঁজা এবং ফেন্সিডিলের কথাসহ সাক্ষীদের সামনে স্বীকার করে যে, পলাতক আসামী ১। মোঃ ইব্রাহিম বাবু(২৮) এবং ২। মোঃ বিজয় মিয়া ওরফে হাফিজুর রহমান(২৬) এর সহযোগিতায় দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও ফেন্সডিল সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে উক্ত ঘটনাস্থল, রুপগঞ্জ থানা এলাকাসহ আশেপাশের এলাকায় দীর্ঘদিন ধরে বিক্রয় করে আসছে ।
উল্লেখিত ধৃত আসামী ও পলাতক আসামী পরস্পরের সহায়তায় বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও ফেনসিডিল জ্ঞাতসারে নিজ হেফাজতে রাখিয়া ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর সারণির ১৯(গ)/১৪(গ)/৪১ ধারার অপরাধে তাহাদের বিরুদ্ধে বর্ণিত ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়। ধৃত মাদক কারবারি বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টায় অভিযান অব্যাহত রয়েছে।
◑ Chief Adviser ☞ ◑ Adviser☞ Mohammad Kamrul Islam
◑Editor & publisher ☞ Mohammad Islam ✪Head office:-Motijheel C/A, Dhaka-1212,
✪Corporate office:-B.B Road ,Chasara, Narayanganj-1400, ✆Tell-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126
◑web:www.samakalinkagoj.com. ✪For news:(Online & Print)samakalinkagojnews@gmail.com,
✪For advertisements:-ads.samakalinkagoj@gmail.com✪For Editor & publisher:-editorsamakalinkagoj@gmail.com.✆Cell: +8801754-605090(Editor)☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
☞সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪ রেজি ডি/এ নং-৬৭৭৭
◑ All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority>(© সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ)
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.