প্রিন্ট এর তারিখঃ জুলাই ৪, ২০২৫, ৮:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৮, ২০২৫, ৭:৩৫ পি.এম
ফরিদপুরের ভাঙ্গায় বীরমুক্তিযোদ্ধা এসকেন্দার বেপারী’র জানাজা সম্পুর্ন

সাখাওয়াত হোসেন,ফরিদপুর জেলা প্রতিনিধি।।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের সিঙ্গারডাক গ্রামের জাতির শ্রেষ্ঠ সন্তান অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. এসকেন্দার বেপারীর জানাজা সম্পুর্ন হয়েছে।
রবিবার ১৮মে, বাদ জোহর তার নিজগ্রাম চান্দ্রা ইউনিয়নের সিঙ্গারডাক ঈদগাহ মাঠে সহকারী কমিশনার ভূমি মেশকাতুল জান্নাত রাবেয়ার নেতৃত্বে একদল চৌকস পুলিশ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অফ অনার প্রদান করেন। পরে সিঙ্গার ডাক ঈদগাহ মাঠে তার দ্বিতীয় নামাজে জানাজা শেষে সিঙ্গারডাক গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে সকাল ১০টায় ভাঙ্গা সরকারি কে. এম. কলেজ মাঠে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, ভাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহ. কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, অবসরপ্রাপ্ত এএসপি বীর মুক্তিযোদ্ধা মো. ইমারত হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মো. মাহাবুব, অবসরপ্রাপ্ত আর.আই গিয়াস উদ্দিন, অবসরপ্রাপ্ত পুলিশ আর.আই মো. শাহাবুদ্দিন, সাংবাদিক এ. টি. এম ফরহাদ নান্নু, মো. ফিরোজ মুন্সি, মো. আবুল হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
তিঁনি দীর্ঘদিন বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিঁনি স্ত্রী এক ছেলে এবং তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
জাতির শ্রেষ্ঠ সন্তান অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. এসকেন্দার বেপারীর মৃত্যুতে গভীর শোক, দুঃখ প্রকাশ এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন আলগী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন মোল্লা।
উল্লেখ্য, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মো. এসকেন্দার বেপারী শনিবার গভীর রাতে ভাঙ্গা উপজেলার পৌর সদরের ৩ নং ওয়ার্ডের দাড়িয়ার মাঠ গ্রামে তার নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমের রুহের মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা মো. ইমারত হোসেন সকলের কাছে দোয়া চেয়েছেন।
◑ Chief Adviser ☞ ◑ Adviser☞ Mohammad Kamrul Islam
◑Editor & publisher ☞ Mohammad Islam ✪Head office:-Motijheel C/A, Dhaka-1212,
✪Corporate office:-B.B Road ,Chasara, Narayanganj-1400, ✆Tell-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126
◑web:www.samakalinkagoj.com. ✪For news:(Online & Print)samakalinkagojnews@gmail.com,
✪For advertisements:-ads.samakalinkagoj@gmail.com✪For Editor & publisher:-editorsamakalinkagoj@gmail.com.✆Cell: +8801754-605090(Editor)☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
☞সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪ রেজি ডি/এ নং-৬৭৭৭
◑ All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority>(© সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ)
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.