স্টাফ করেসপন্ডেন্ট।।
নারায়ণগঞ্জ ফতুল্লার গাবতলী মাসদাইর কবরস্থান সংলগ্ন এলাকায় সংবাদ সংগ্রহকালে ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন স্থানীয় দৈনিক উজ্জীবিত বাংলাদেশ'র বার্তা সম্পাদক মিলন বিশ্বাস হৃদয় ও ফটো সাংবাদিক হাবিব খন্দকার।
রোববার (৪ মে) বেলা তিনটার দিকে ফতুল্লার গাবতলীর মাসদাইর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, গাবতলীর মাসদাইর শ্মশানের সামনে মুক্তিযুদ্ধের স্মৃতি হিসেবে নির্মিত 'প্রতিরোধ স্তম্ভ' পুরো জায়গায় অবৈধভাবল দখল করে দীর্ঘদিন ধরে একটি চক্র ইট-বালু-পাথরের ব্যবসা চালিয়ে আসছে।
এই অবৈধ দখল ও ব্যবসার বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে পূর্ব পরিকল্পিতভাবে হামলার করা হয় সাংবাদকর্মীদের উপর।
এ ঘটনায় গুরুতর আহত সাংবাদিক মিলন বিশ্বাস হৃদয় জানান, প্রতিরোধ স্তম্ভ ঘিরে কোন চক্র অবৈধ পন্থায় ব্যবসা করছে তা জানার জন্য আমরা সেখানে যাই। কিছু ছবি তোলার পর স্থানীয়দের সঙ্গে কথা বলার সময় হঠাৎ সালাউদ্দিন, জাকির হোসেনসহ আরও ৫/৬ জন এসে আমাদের উপর চওড়া হয়ে কিছু বুঝে ওঠার আগেই অতর্কিত হামলা চালায়।
আমাদের পরিচয় দেওয়ার পরও তারা হামলা থামায়নি। আমাদের মোবাইল ফোন ও ক্যামেরা ছিনিয়ে নিয়ে ভাঙচুর করে এবং একটি দোকানে আটকে রাখে।পরবর্তীতে খবর পেয়ে অন্য সহকর্মীরা এসে আমাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
এ ঘটনার মূল মাস্টার মাইন্ড হামলার নেতৃত্বদানকারী সরকারি রাস্তা দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনাকারী মূল হোতা সালাউদ্দিনকে ঘটনাস্থল থেকে আটক করে ফতুল্লা মডেল থানার পুলিশের হাতে তুলে দেন সাংবাদিকরা। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
দৈনিক উজ্জীবিত বাংলাদেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কবিরুল ইসলাম বলেন, এই হামলার নেপথ্যে থাকা সালাউদ্দিন এক সময় নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমানের ক্যাডার হিসেবে পরিচিত ছিল। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র হত্যার মামলা রয়েছে, যা থেকে মাত্র দুই দিন আগে জামিনে মুক্তি পেয়েছে।
স্থানীয়রা জানান, প্রতিরোধ স্তম্ভটি সালাউদ্দিন নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে দখল করে রেখেছে এবং সেখানে অবৈধভাবে সরকারি রাস্তা দখল করে দীর্ঘদিন ধরে ক্ষমতা দেখিয়ে ব্যবসা পরিচালনা করছে।জেলা প্রশাসন প্রতি বছর একটি নির্ধারিত দিনে সেখানে ফুল দিয়ে দায়িত্ব শেষ করে। বাকি সময় এটি সন্ত্রাসী সিন্ডিকেটের দখলে থাকে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, এ হামলার ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থলে থেকে প্রধান হামলাকারী সালাউদ্দিনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
◑ Chief Adviser ☞ ◑ Adviser☞ Mohammad Kamrul Islam
◑Editor & publisher ☞ Mohammad Islam ✪Head office:-Motijheel C/A, Dhaka-1212,
✪Corporate office:-B.B Road ,Chasara, Narayanganj-1400, ✆Tell-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126
◑web:www.samakalinkagoj.com. ✪For news:(Online & Print)samakalinkagojnews@gmail.com,
✪For advertisements:-ads.samakalinkagoj@gmail.com✪For Editor & publisher:-editorsamakalinkagoj@gmail.com.✆Cell: +8801754-605090(Editor)☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
☞সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪ রেজি ডি/এ নং-৬৭৭৭
◑ All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority>(© সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ)
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.