ষ্টাফ করেসপন্ডেন্ট।।
নারায়ণগঞ্জে ভূমি সেবাকে দূর্নীতি-দালালমুক্ত ও সহজতর করতে সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা।
'নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (২৫ মে) সকাল ১১টায় এ মেলার উদ্বোধন করেন নারায়ণগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
এসময় তিনি ফিতা কেটে এবং পায়রা উড়িয়ে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক(ডিসি) বলেন, আমরা ভূমি সেবাকে কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে যেতে চাই। বাংলাদেশে পরিবর্তনের যে ধারা শুরু হয়েছে, তাতে প্রতিটি সেবাখাতে ইতিবাচক রূপান্তর ঘটাতে চাই। ভূমি অফিসসহ সকল সরকারি সেবা প্রতিষ্ঠানকে দুর্নীতি ও দালালমুক্ত করার লক্ষ্যে আমরা কাজ করছি।”
তিনি আরও বলেন, “ভূমি অফিসে সরাসরি না গিয়ে অন্য কাউকে পাঠানোর প্রবণতা থেকেই দেশে ৮০ শতাংশ মামলা জমি সংক্রান্ত হয়। এসব মামলার পেছনে নাগরিক দায়বদ্ধতা রয়েছে।
তাই আমাদের উচিত নিজ দায়িত্বে ভূমি সংক্রান্ত কাজগুলো করা এবং সচেতন হওয়া।
উদ্ভোদনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জাহিদ হাসান সিদ্দিকী এবং অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরের সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ ও বর্তমান আমীর মাওলানা আবদুল জব্বার, এছাড়াও গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, মহানগর সমন্বয়কারী নিয়ামুর রশীদ বিপ্লব এবং খেলাফত মজলিসের মহানগর সভাপতি হাফেজ কবির হোসাইন প্রমূখ।
ভূমি মেলা উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে ১০০ শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় সেবা প্রদান করছে পাঁচটি স্টল জেলা প্রশাসন, উপজেলা ভূমি অফিস (সদর), সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেল, উপজেলা সেটেলমেন্ট অফিস (সদর) এবং ফতুল্লা রাজস্ব সার্কেল।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.