প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২, ২০২৬, ৬:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১২, ২০২৫, ৭:৫৭ পি.এম
গজারিয়ায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ২ চোর আহত

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের গজারিয়ায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই চোর গুরুতর আহত হয়েছে।অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের দুজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।রবিবার(১১ মে)গভীর রাতে গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের গুয়াগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় সংলগ্ন বালুরচর গ্রামে এলাকায় এই ঘটনা ঘটে বলে জানা যায়।আহতরা হলেন,গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের বালুরচর গ্রামের জিতু প্রধানের ছেলে নাঈম প্রধান (১৭) ও বাউশিয়া ইউনিয়নের চর কুমারিয়া গ্রামের আহমদ আলীর ছেলে সোহেল রানা (২৬)।ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায়,বালুচর গ্রামের একটি বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি করার ফন্দি করে সোহেল রানা এবং নাঈম প্রধান।পূর্ব পরিকল্পনা অনুযায়ী রবিবার গভীর রাতে বৈদ্যুতিক খুঁটিতে উঠে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় তারা।এ সময় বৈদ্যুতিক তার থেকে তেরি হওয়া স্পার্কে তাদের শরীরের বেশ কিছু অংশ পুড়ে যায়।এ ঘটনায় আহত নাঈমকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।আহত অপরজন সোহেল রানাকে সোমবার দুপুরে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেন কর্তব্যরত চিকিৎসক।বিষয়টি সম্পর্কে স্থানীয় বাসিন্দা সালাউদ্দিন প্রধান বলেন,এর আগেও এ ধরনের কাজ করে এরা দুজন ধরা পড়েছিল।সেবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিচার সালিশের মাধ্যমে বিষয়টি সমাধান করেছিলেন।বিষয়টি সম্পর্কে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা.খন্দকার আরশাদ কবির বলেন, সোমবার দুপুর দেড়টার দিকে মাসুদ রানা নামে একজনকে আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়। তার শরীরের বাম পাশের বেশ কিছুটা অংশ পুড়ে গেছে।প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা তাকে ঢাকা পাঠিয়ে দিয়েছি।বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো:আনোয়ার আলম আজাদ বলেন,বিষয়টি সম্পর্কে আমি অবগত রয়েছি।এ বিষয়ে এখনো পর্যন্ত কেউ থানাতে লিখিত অভিযোগ দায়ের করেনি।অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

✪ Chief Adviser, Prabir Kumar Saha, ✪ Chief Advisor, Masuduzzaman Masud ✪ Adviser- Mohammad Kamrul Islam, ✪Editor & publisher- Mohammad Islam.☞Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.