প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ২:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৬, ২০২৫, ৪:৪০ এ.এম
সাংবাদিক ও কবি সৌমিত্র দেব আর নেই

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের একজন কবি সাহিত্যিক সৌমিত্র দেব টুটু আমাদের মাঝে আজ নেই। মৌলভীবাজার বাসির গর্ব উনার অকাল মৃত্যুতে আমাদের মৌলভীবাজার পরিবারের আমরা গভীর ভাবে শোকাহত।
সাংবাদিক ও কবি সৌমিত্র দেব (৫৫) মারা গেছেন। মঙ্গলবার (১৫ই এপ্রিল) সকাল ৯টার দিকে অসুস্থবোধ করলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। তবে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
সৌমিত্র দেবের স্ত্রী পলা দেব জানান, কয়েক দিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন তার স্বামী। মঙ্গলবার সকালে হঠাৎ তিনি বেশ অসুস্থ বোধ করেন। তখন দ্রুত তাকে খিলক্ষেত এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, পথেই তার মৃত্যু হয়েছে।
সিলেট ও মৌলভীবাজারের স্থানীয় পত্রিকায় লেখালেখির মাধ্যমে সৌমিত্র দেবের সাংবাদিকতা জীবন শুরু হয়। পরে তিনি প্রথম আলোয় পদায়ক হিসেবে লেখালেখি করেন। এরপর তিনি সহকারী সম্পাদক হিসেবে যোগ দেন দৈনিক মানবজমিন পত্রিকায়। কয়েক বছর এ পদে চাকরি করার পর ২০০৯ সাল থেকে অনলাইন সংবাদপত্র রেডটাইমস বিডি ডটকমের প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন।
সৌমিত্র দেব সাংবাদিকতার পাশাপাশি নিয়মিত কবিতা, ছোটগল্প, প্রবন্ধ লিখতেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৩০টিরও বেশি। ২০০৫ সালে কবিতার জন্য তিনি বাংলাদেশ রাইটার্স ফাউন্ডেশন পদক পান। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে অজবীথি, নীল কৃষ্ণচূড়া, পাথরের চোখ ইত্যাদি। তিনি অভিনয়ও করতেন। তিনি ছাত্র ইউনিয়নের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তার মরদেহ নিজ এলাকার মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আশা হয়েছে।
সৌমিত্র দেব ১৯৭০ সালের ২৭শে জুলাই মৌলভীবাজারে জন্মগ্রহণ করেন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করার পর বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি মৃত্যুকে বহু গুনাহগ্রহী রেখে গেছেন।
◑ Chief Adviser-☞ Abu Jafor Ahamed babul ◑ Adviser☞ Mohammad Kamrul Islam
◑Editor & publisher-☞ Mohammad Islam ✪Head office:-Motijheel C/A, Dhaka-1212,
✪Corporate office:-B.B Road ,Chasara, Narayanganj-1400, ✆Tell-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126
◑web:www.samakalinkagoj.com. ✪For news:(Online & Print)samakalinkagojnews@gmail.com,
✪For advertisements:-ads.samakalinkagoj@gmail.com✪For Editor & publisher:-editorsamakalinkagoj@gmail.com.✆Cell: +8801754-605090(Editor)☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
☞সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪ রেজি ডি/এ নং-৬৭৭৭
◑ All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority>(© সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ)
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.