প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৫, ২০২৫, ৫:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ৬:২৫ পি.এম
রায়পুরায় শারীরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার উপহার দিলেন মানবিক ইউএনও
সাদ্দাম উদ্দিন রাজ,নরসিংদী প্রতিনিধি।।
নরসিংদী জেলার ঐতিহ্যবাহী ও বৃহত্তর রায়পুরা উপজেলার দূর্গম চরাঞ্চলের শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর গ্রামের বিপুল হাসান (৪৪) নামে এক শারীরিক প্রতিবন্ধীকে একটি হুইলচেয়ার উপহার দিলেন মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ মাসুদ রানা।
(২২ এপ্রিল) দুপুরে রায়পুরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মানবতার হাত বাড়িয়ে শারীরিক প্রতিবন্ধীকে একটি হুইলচেয়ার উপহার প্রদান করেন।
জানা যায়,এই উপজেলার দূর্গম চরাঞ্চলের শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর গ্রামের মৃত রশিদ ভেন্ডারের ঘর আলো করে বিগত চুয়াল্লিশ বছর আগে বিপুল হাসান শারীরিক প্রতিবন্ধী হয়ে জন্ম গ্রহণ করেছে।
প্রতিবন্ধী বিপুল হাসান জানান, আমার দৈনন্দিন জীবনে চলাফেরা করা কষ্ট হয়।আমি তা সাংবাদিক শফিকুল ইসলামের সাথে আলোচনা করি।এই সাংবাদিকের মাধ্যমে আজ উপজেলা প্রশাসন মানবতার হাত বাড়িয়ে আমাকে একটি হুইলচেয়ার উপহার দিয়েছে।আমি এই হুইলচেয়ার দিয়া বাকি জীবনটা একটু সুন্দর ও শান্তিতে দৈনন্দিন জীবনে চলাফেরা করতে পারবো।উপজেলা প্রশাসন থেকে শারীরিক প্রতিবন্ধী হুইলচেয়ার উপহার পেয়ে অনেক খুশি।
এ বিষয়ে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ মাসুদ রানা জানান,এই অসহায় শারীরিক প্রতিবন্ধী বিপুল হাসানের তার দৈনন্দিন জীবনে চলাফেরা করা খুবই কষ্টসাধ্যের বিষয়টি জাতীয় দৈনিক "প্রতিদিনের সংবাদ" পত্রিকার প্রতিনিধি ও রায়পুরা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক শফিকুল ইসলামের মাধ্যমে জানতে পারি।এমন অসহায় শারীরিক প্রতিবন্ধী মানুষের জন্য উপজেলা প্রশাসন সব সময় সহযোগিতা করবে বলে তিনি আরও আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মোঃ ফরিদ উদ্দিন,প্রবীণ সাংবাদিক সাধন দাস, রায়পুরা প্রেসক্লাব উপদেষ্টা জয়নাল আবেদীন, কোষাধ্যক্ষ সালেক আহমেদ পলাশ,সদস্য শফিকুল ইসলাম,কন্ঠশিল্পী সাংবাদিক মোঃ দিদার মিয়া রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাব সাধারণ সম্পাদক অজয় সাহা, সাংবাদিক প্রণয় ভৌমিক,চাঁনপুর ইউপি চেয়ারম্যান মোমেন সরকার,রায়পুরা পৌর যুবদল সভাপতি মোঃ সাইফুল ইসলাম (সোহেল) সহ উপজেলার রাজনৈতিক দলের নেতাবৃন্দ,সুশীল সমাজের সাধারণ মানুষ এমন মানবিক কাজ ও মানবতার হাত বাড়ানোর জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসককে সাধুবাদ জানান।

Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.