প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৮, ২০২৫, ১০:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৭, ২০২৫, ৫:২৩ পি.এম
মুন্সীগঞ্জে শীঘ্রই মেডিকেল কলেজ স্থাপন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।।
স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো:জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন,মুন্সীগঞ্জ রাজধানী ঢাকার সবচেয়ে নিকটে হলেও এ জেলাটি এখনো অবহেলিত।এখানে কিভাবে অল্প সময়ের মধ্যে কিছু কাজ করতে পারি,এজন্য কয়েকজন উপদেষ্টা,সচিবসহ আমরা সবাই সমবেত হয়েছি।তিনি বলেন,তাড়াতাড়ি এখানে(মুন্সীগঞ্জ)একটি মেডিকেল কলেজ করা যায় কিনা সে বিষয়ে আমরা সিন্ধান্ত নিয়েছি।এক মাস কিংবা দুই মাসের মধ্যে কীভাবে কাজ শুরু করা যায়,এজন্য আমরা চেষ্টা করছি।মেডিকেল কলেজের জন্য ইতোমধ্যে যায়গা নির্ধারণ হয়ে গেছে।এ জেলায় বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে এখনো কোনো আলোচনা হয়নি।আগে মেডিকেল কলেজটা শেষ করি,তারপর বিশ্ববিদ্যালয় করার চেষ্টা করব আমরা।সোমবার(৭ এপ্রিল)দুপুর আড়াইটার দিকে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলার অবকাঠামোগত উন্নয়ন সংক্রান্ত আলোচনা সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।পরিবেশ রক্ষায় ইতিবাচক মানসিকতা নিয়ে কাজ করতে হবে: রিজওয়ানা।ইদ্রাকপুর দুর্গ সংস্কার বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন,আপনারা জানেন,বিক্রমপুরে অনেক ঐতিহ্য রয়েছে।ইদ্রাকপুর কেল্লা এর মধ্যে একটি।এই কেল্লা(দুর্গ)কীভাবে ইমপ্রুভ(উন্নয়ন)করা যায়, সে ব্যাপারে সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী আমাদের ভালো আইডিয়া দিয়েছেন।উনি ওনার তহবিল থেকে টাকাও দেবেন। আমরা ওটা দিয়ে কেল্লার সংস্কার করব।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,এখানে রাস্তাঘাটের অবস্থা খারাপ,রাস্তাঘাটগুলো কীভাবে উন্নত করা যায় এ বিষয়ে আলোচনা করা হয়েছে।জেলার শ্রীনগর থেকে মুন্সীগঞ্জ পর্যন্ত ৪ লেন সড়ক করার জন্য আলোচনা হয়েছে।এটা হয়তো খুব তাড়াতাড়ি করা সম্ভব হবে।শিল্প সাহিত্য বিকাশের ক্ষেত্রে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন,মুন্সীগঞ্জ শিল্পকলা একাডেমি আমরা সংস্কার করব।শিল্পকলার পাশাপাশি মুন্সীগঞ্জ সদর থানা সংলগ্ন গণসদন হলটিও সংস্কার করে দেব।এসব ব্যাপারে উপদেষ্টারা সবাই কিন্তু সহযোগিতা করার জন্যই এখানে আজ এসেছেন।গজারিয়া উপজেলার ফুলদি নদীতে সেতু নির্মাণের দাবি জানানো হলে তিনি বলেন,সেতু নির্মানের জন্য আড়াই থেকে ৩০০ কোটি টাকা প্রয়োজন হবে।সেটি নিয়েও আমাদের এখানে আলোচনা হয়েছে।আমরা পরে এক সময় শুরু করব।সব কাজ এক সঙ্গে তো করা সম্ভব হবে না।আলু বীজ সংরক্ষণ ও সমস্যা সমাধানে ব্যাপারে হিমাগারের বিষয়ে জানতে চাইলে এই উপদেষ্টা বলেন,সরকারিভাবে টংঙ্গীবাড়ী উপজেলায় একটি হিমাগার নির্মাণ করা হয়েছে।মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প,গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান,সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান,অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো:শাহ্রিয়ার কাদের ছিদ্দিকী,স্থানীয় সরকার বিভাগের সচিব মো:নিজাম উদ্দিন,গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো: নজরুল ইসলাম,অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড.মো: খায়েরুজ্জামান মজুমদার,সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব(রুটিন দায়িত্ব) মো:মফিদুর রহমান,ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার(এনটিএমসি)এর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা,ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের,বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মো:গোলাম রসুল,প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম, বিআইডব্লিউটিএ -এর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা।
◑ Chief Adviser-☞ Abu Jafor Ahamed babul ◑ Adviser☞ Mohammad Kamrul Islam
◑Editor & publisher-☞ Mohammad Islam ✪Head office:-Motijheel C/A, Dhaka-1212,
✪Corporate office:-B.B Road ,Chasara, Narayanganj-1400, ✆Tell-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126
◑web:www.samakalinkagoj.com. ✪For news:(Online & Print)samakalinkagojnews@gmail.com,
✪For advertisements:-ads.samakalinkagoj@gmail.com✪For Editor & publisher:-editorsamakalinkagoj@gmail.com.✆Cell: +8801754-605090(Editor)☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
☞সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪ রেজি ডি/এ নং-৬৭৭৭
◑ All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority>(© সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ)
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.