কিশোরগঞ্জের ভৈরবে গজারিয়া ইউনিয়ন মানিকদী এলাকায় সচেতন যুব সমাজের উদ্যোগে মাদক বিরোধী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মসূচিতে বক্তব্য রাখেন ভৈরব উপজেলার সাত ইউনিয়নের নির্দলীয় সংঘটন পল্লী জাগরণী সংঘের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম। তিনি বলেন আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের ওপর কথা বলতে এসেছি, আর তা হলো মাদক ও এর ক্ষতিকর প্রভাব। মাদক সমাজের একটি ক্যান্সারস্বরূপ। এটি শুধু একজন ব্যক্তির জীবন ধ্বংস করে না, বরং তার পরিবার, সমাজ এবং দেশের ওপর বিরূপ প্রভাব ফেলে।মাদকাসক্তি এমন একটি অভ্যাস, যা আমাদের মূল্যবান তরুণ প্রজন্মকে বিপথগামী করে তুলছে। তরুণরাই এই দেশের ভবিষ্যৎ। কিন্তু যদি তারা মাদকের প্রভাবের শিকার হয়, তাহলে আমাদের সমাজ, আমাদের দেশ অন্ধকারে নিমজ্জিত হবে।তিনি আরও বলেন এলাকায় যারা মাদক কারবারি আছেন আপনারা সতর্ক হয়ে যান,আমরা আপনাদের নাম ঠিকানা ছবি সহ সব কিছু সংগ্রহ করেছি।আমরা বর্তমানে মাদক কারবারিদের তালিকা করে ফেলেছি,মাদক ব্যবসা বন্ধ না করলে পরবর্তীতে ছবি-সহ গজারিয়া ইউনিয়নের প্রত্যেক জায়গায় টানিয়ে দেওয়া হবে। আসুন, আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি
“মাদক নয়, আমরা জীবনের প্রতি ভালোবাসায় বাঁচব। আমরা একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলব।”
সবশেষে, সকলের প্রতি আমার আহ্বান, মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি এবং আমাদের সমাজকে এই ভয়ঙ্কর অভিশাপ থেকে রক্ষা করি।
এ সময় আরও বক্তব্য রাখেন তরুণ প্রজন্মের যুবনেতা রোমান আহমেদ, তিনি বলেন আমাদের গজারিয়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে কে কারা মাদক বেচাকেনা করে, কে মাদক চালানকারী, কে মাদক সেবনকারী প্রত্যেকের নাম আমরা জানতে পেরেছি, এখনও সময় আছে সাবধান হয়ে যান, তা না হলে আইনের আশ্রয় নিতে বাধ্য হবো।
মাদক বিরোধী কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন তরুণ প্রজন্মের যুবনেতা আতিকুল, দেলোয়ার হোসেন, মিলার ভূইয়া, পারভেজ মিয়া,ইকবাল হোসেন, গজারিয়া ইউনিয়নের সচেতন রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার সচেতন জনগণ।
সচেতনতা প্রতিটি মানুষের নিজস্ব শিক্ষা, চেতনা ও মূল্যবোধের বহিঃপ্রকাশ। যা কিছু ভালো, তার সাথে থাকার প্রত্যয় নিয়ে মাদকের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার, সবাইকে সচেতন করার এই প্রয়াস চালিয়ে যাচ্ছি। আমরা বিশ্বাস করি, সবার সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় একদিন এই সমাজ, এই বাংলাদেশ মাদকমুক্ত হবে। আমাদের সঙ্গে সঙ্গে আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্ম সবাই একসঙ্গে সমস্বরে বলে উঠবে, ‘মাদককে না বলো’।
সচেতন জনগণ পথসভা থেকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।