প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ১২:২০ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৬, ২০২৫, ৪:৫২ পি.এম
টেকনাফে বিজিবির অভিযানে এক লক্ষ পিস ইয়াবাসহ আটক-১

ফরহাদ রহমান,টেকনাফ প্রতিনিধি।।
কক্সবাজার টেকনাফের নাফ নদীর সীমান্তে অভিযানে এক লক্ষ পিস ইয়াবা উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)
ভারপ্রাপ্ত অধিনায়ক
মেজর আশিকুর রহমান পিএসসি
গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার ১৫ এপ্রিল সকাল ৪.৩০ ঘটিকায় টেকনাফ মায়ানমার হতে নিষিদ্ধ মাদকের একটি চালান বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সম্ভাবনা
রয়েছে। অধিনায়ক টেকনাফ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযানে একটি নৌ টহলদলকে বাংলাদেশ পার্শ্বে নাফ নদীতে মাদক পাচারকারীদের আটক করতে নিয়োজিত করা হয়। মায়ানমার থেকে আসা নৌকাটি বাংলাদেশের জলসীমায় অতিক্রম করে , পরবর্তীতে নৌ টহল কর্তৃক নৌকাটি ধাওয়া করলে, নৌকায় অবস্থানরত চোরাকারবারীরা মাঝ নদীতে নৌকাটিকে ফেলে নাফ নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরিয়ে সীমান্ত অতিক্রম করে মায়ানমারের দিকে চলে যায়। পরবর্তীতে টহলদল কর্তৃক নৌকাটিকে টেকনাফ জেটিঘাটে নিয়ে এসে তল্লাশী করলে নৌকার পাটাতনের নীচে লুকায়িত অবস্থায় বিশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট মালিকবিহীন অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।
নাফ নদীর তীরবর্তী কামালের ঘের এলাকায় মায়ানমার হতে নৌকাযোগে নিষিদ্ধ মাদকের আরেকটি চালান বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছেন সন্দেহজনক নৌকাটির গতিবিধি সনাক্ত করে নজরদারীতে রাখা হয়। অধিনায়ক লেদা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযানের পরিকল্পনা গ্রহণ করেন। অধিনায়কের পরিকল্পনা অনুসারে নাফ নদী এবং নদীর তীরবর্তী বিভিন্ন স্থানে বিশেষ অভিযান দলকে মোতায়েন করা হয়। পাচারকারীদের সাঁতরিয়ে মাদক নিয়ে তীরে আসার বিষয়টি গোচরীভূত হলে এলাকাটি ঘিরে রেখে তল্লাশী কার্যক্রম পরিচালনা
কামালের ঘের এলাকায় এক জন আসামীসহ দুইটি পোটলার ভিতর বিশেষভাবে মোড়কজাত হতে আশি হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।
আটককৃত আসামীকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
◑ Chief Adviser-☞ Abu Jafor Ahamed babul ◑ Adviser☞ Mohammad Kamrul Islam
◑Editor & publisher-☞ Mohammad Islam ✪Head office:-Motijheel C/A, Dhaka-1212,
✪Corporate office:-B.B Road ,Chasara, Narayanganj-1400, ✆Tell-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126
◑web:www.samakalinkagoj.com. ✪For news:(Online & Print)samakalinkagojnews@gmail.com,
✪For advertisements:-ads.samakalinkagoj@gmail.com✪For Editor & publisher:-editorsamakalinkagoj@gmail.com.✆Cell: +8801754-605090(Editor)☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
☞সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪ রেজি ডি/এ নং-৬৭৭৭
◑ All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority>(© সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ)
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.