প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২০, ২০২৫, ১:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৬, ২০২৫, ৫:৫৩ পি.এম
গাজায় ইসরাইলী বর্বর গনহত্যার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ সমাবেশ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
ফিলিস্তিনের গাজা ও রাফা শহরে ইহুদীবাদী ইসরাইলী বর্বর গণহত্যার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভের মধ্যে এবার মৌলভীবাজার শহরে সবচেয়ে বড় বিক্ষোভ সমাবেশ করেছেন জেলার আলেম-উলামারা।
মঙ্গলবার বিকালে শহরের শাহ মোস্তফা রহঃ টাউন ঈদগাহ প্রাঙ্গণে জেলা উলামা পরিষদের উদ্যেগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, শুধুমাত্র ইসরাইলী পণ্য বয়কট করলে হবে না তাদের সমর্থকদেরও বয়কট করতে হবে। শুধুমাত্র মুখে বললেই হবেনা।
বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বক্তারা বলেন, যে সমস্ত নিত্যপণ্য ইহুদিরা তৈরি করে সেই সব পণ্য আমাদের দেশে তৈরির ব্যবস্থা দ্রুত করুন। এতে নিজ দেশের অর্থনীতি ভাল হবে এবং দেশের মানুষের কর্মসংস্থানও সৃষ্টি হবে।
উলামা পরিষদ মৌলভীবাজারের সভাপতি আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক এর সভাপতিত্বে ও মাওলানা রশিদ আহমদ এবং মাওলানা সৈয়দ মাজদুদ আহমদ রাফিদের যৌথ উপস্থাপনায় সমাবেশে বক্তব্য রাখেন উলামা পরিষদের সহসভাপতি মুফতি শামছুজ্জোহা, সহসভাপতি মাওলানা আহমদ বিলাল, দারুল বারাকা মাদ্রাসার মুহতামিম মাওলানা ফখরুল ইসলাম, জামিয়া বসিরমহল মাদ্রাসার মুহতামিম আব্দুস সালাম, ভাদগাও মাদ্রাসার মুহতামিম মাওলানা এমদাদুর রহমান, মাওলানা আব্দুর রহিম নোমানী , বরুনা মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহমান, জামেয়া শেখ বাড়ি মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা সাদ আমিন, মাওলানা হিফজুর রহমান ফুয়াদ, মাওলানা নুরুল মুত্তাকিন জুনায়েদ, মাওলানা সালেহ আহমদ হামিদী, ,মাওলানা আব্দুল কুদ্দুস ও মাওলানা হিফজুর রহমান হেলাল প্রমুখ।
সমাবেশ শেষে জেলার শীর্ষ আলেম শায়খুল হাদীস মুফতি রশিদুর রহমান ফারুকের কান্না জড়িত দোয়ার মাধ্যমে সমাবেশ শেষ হয়। এসময় হাজারো মানুষ ফিলিস্তিনের মজলুম মানুষের জন্য দোয়া করে আল্লাহর সাহায্য কামনা করেন। সমাবেশে অংশগ্রহণকারীদের হাতে ফিলিস্তিনের পতাকা বহন করতেও দেখা যায়।
এদিকে বৈরী আবহাওয়ার কারণে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হবার কথা থাকলেও পরবর্তীতে তা বাতিল করা হয়।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Samakalin Kagoj. All rights reserved.