প্রিন্ট এর তারিখঃ জুলাই ২১, ২০২৫, ১১:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৭, ২০২৫, ৫:১৫ পি.এম
গাইবান্ধার রাজপথে ফিলিস্তিনের পক্ষে জ্বলে উঠল গণজাগরণ
ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধি।।
গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে গাইবান্ধার জনতা সোমবার সোচ্চার হয়ে উঠেছে। জেলার শহর থেকে গ্রাম পর্যন্ত সর্বত্র প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে। শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী থেকে শুরু করে ধর্মীয় নেতারা - সবাই এক কণ্ঠে ইসরায়েলের নৃশংসতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন।
সকালে পৌরপার্কে শিক্ষার্থীদের নেতৃত্বে শুরু হয় বিক্ষোভ। 'নো স্কুল, নো ওয়ার্ক' স্লোগানে তারা ক্লাস বর্জন করে রাস্তায় নেমে আসে। জোহরের নামাজের পর বড় মসজিদ থেকে বের হয় আরেক বিশাল মিছিল। ফিলিস্তিনি পতাকা হাতে হাজারো মানুষ রাজপথ কাঁপিয়ে তোলে।
সাদুল্লাপুর, পলাশবাড়ী, সুন্দরগঞ্জ ও গোবিন্দগঞ্জ উপজেলাতেও একই দৃশ্য। স্কুলশিক্ষক থেকে শুরু করে সাধারণ কৃষক পর্যন্ত সবাই এই আন্দোলনে শরিক হয়েছেন। সুন্দরগঞ্জে ইমাম-ওলামা পরিষদের নেতৃত্বে বিক্ষোভে অংশ নেন স্থানীয়রা।
বিক্ষোভকারীরা ইসরায়েলি পণ্য বর্জন, বাংলাদেশ সরকারের কূটনৈতিক পদক্ষেপ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপের দাবি জানান। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা পাঠানোর জোর দাবি উঠে এসেছে সব বক্তব্যে।
এক শিশু বিক্ষোভকারীর হাতে দেখা যায় আবেগঘন প্ল্যাকার্ড - "আমার খেলার মাঠ চাই, গাজার শিশুর কবর নয়"। স্থানীয় যুব নেতা আরিফুল ইসলাম বলেন, "আমরা গাজার লাশ গুনি না, গুনি আমাদের বিবেকের দায়।"
গাইবান্ধার এই গণজাগরণ শুধু একটি প্রতিবাদ নয়, বরং মানবতার পক্ষে এক জ্বলন্ত দলিল। ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর এই আহ্বান এখন ছড়িয়ে পড়ছে সারাদেশে।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.