প্রিন্ট এর তারিখঃ জুলাই ৫, ২০২৫, ৬:০২ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ৮:৫৪ পি.এম
গজারিয়ায় তুচ্ছ ঘটনায় দুই দল শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ,আহত- ৪

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।।
মুন্সীগঞ্জের গজারিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি মাধ্যমিক বিদ্যালয়ে দুই দল শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষে চারজন আহত হয়েছে।সোমবার(২১ এপ্রিল)সকাল দশটার দিকে ভাটেরচর দেওয়ান আব্দুল মান্নান পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।আহতরা হলো-ভাটেরচর দেওয়ান আব্দুল মান্নান পাইলট উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী তাহিন(১৬),জোবায়ের(১৫),আব্দুল্লাহ(১৬) ও ফাইজুল ইসলাম(১৭)।ঘটনার প্রত্যক্ষদর্শী ও হামলায় আহত শিক্ষার্থী তাহিন বলেন,আমি বিদ্যালয়টির নবম শ্রেণির শিক্ষার্থী।গতকাল (রবিবার)সকালে আমি শ্রেণিকক্ষে এসে বেঞ্চের উপর ঘুমিয়ে পড়ি।ওই সময় সাঈদ নামে এক শিক্ষার্থী আমাকে ডাকাডাকি করতে থাকে।আমি তার কাছে ডাকাডাকির কারণ জানতে চাইলে তার সাথে আমার কথা কাটাকাটি হয় এবং সে আমাকে দেখে নেওয়ার হুমকি দেয়।এ ঘটনার জের ধরে সোমবার(২১ এপ্রিল)সকাল দশটার দিকে সাঈদ, হাসান,ইমন,বহিরাগত পাভেলসহ কয়েকজন আমার উপর হামলা করে।সাঈদের হাতে হকিস্টিক ছিলো।সে হকিস্টিক দিয়ে আমাকে পিটিয়ে গুরতর আহত করে।আমার মাথা ফেটে যায়।এ সময় আমার বন্ধুরা আমাকে বাঁচানোর জন্য এগিয়ে আসলে তাদেরকেও মারধর করা হয়।পরবর্তীতে আশেপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।অপর আহত শিক্ষার্থী জুবায়ের বলেন,আমি আমার বন্ধু তাহিনকে বাঁচানোর জন্য এগিয়ে গেলে হামলাকারীরা আমার উপর চড়াও হয়।এ সময় তারা হকিস্টিক দিয়ে আমাকে আঘাত করে,এতে আমার মুখের উপরের পার্টির চারটি দাঁত পড়ে যায়।বিষয়টি সম্পর্কে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা.খন্দকার আরশাদ কবির বলেন,এ ঘটনায় আহত চারজন শিক্ষার্থী আমাদের হাসপাতালে এসেছিল।তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।আহতদের মধ্যে দুজনের মাথায় আঘাত রয়েছে।বিষয়টি সম্পর্কে বিদ্যালয়টির প্রধান শিক্ষক শাজাহান সিকদার বলেন,আমরা এসএসসি পরীক্ষার হলে ছিলাম আজকে স্কুলে মাত্র তিনজন শিক্ষক ছিল।শুনলাম সালাম দেওয়াকে কেন্দ্র করে অষ্টম এবং নবম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি হয়।বিষয়টি আমাদের শিক্ষকরা সমাধান করে দিয়েছিল কিন্তু পরবর্তীতে ওই শিক্ষার্থীদের অভিভাবকরা বিদ্যালয়ের সামনে এসে পরিস্থিতি ঘোলাটে করে। আনারপুরা ও বড়ইকান্দি ভাটেরচর গ্রামের লোকজন মারামারিতে লিপ্ত হয়।বিষয়টা সম্পর্কে গজারিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন বলেন,বিষয়টি আমার জানা নেই। আপনাদের কাছে প্রথম জানলাম।আমি খোঁজ খবর নিয়ে দেখছি।গজারিয়া থানার অফিসার মো: আনোয়ার আলম আজাদ বলেন,এ বিষয়ে আহত শিক্ষার্থী তাহিনের মা জেসমিন বেগম বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।বিষয়টি আমরা খতিয়ে দেখছি,তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
◑ Chief Adviser ☞ ◑ Adviser☞ Mohammad Kamrul Islam
◑Editor & publisher ☞ Mohammad Islam ✪Head office:-Motijheel C/A, Dhaka-1212,
✪Corporate office:-B.B Road ,Chasara, Narayanganj-1400, ✆Tell-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126
◑web:www.samakalinkagoj.com. ✪For news:(Online & Print)samakalinkagojnews@gmail.com,
✪For advertisements:-ads.samakalinkagoj@gmail.com✪For Editor & publisher:-editorsamakalinkagoj@gmail.com.✆Cell: +8801754-605090(Editor)☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
☞সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪ রেজি ডি/এ নং-৬৭৭৭
◑ All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority>(© সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ)
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.