প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৫, ৮:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১০, ২০২৫, ১১:৫৪ এ.এম
কুষ্টিয়ায় চুরির অভিযোগে রিক্সা চালককে পিটিয়ে হত্যার অভিযোগ

হৃদয় রায়হান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
কুষ্টিয়ায় চুরির অভিযোগে সুরমান আলী (৩৫) নামের এক রিক্সা চালককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে শহরের থানাপাড়া জিকে বালির ঘাট এলাকা থেকে ঝুলন্ত অবস্থায় সুরমানের লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহের বিভিন্ন স্থানে ক্ষত ও রক্তের দাগ রয়েছে।
রিক্সা চালক সুরমান জিকে বালির ঘাট এলাকার আব্দুল কালামের ছেলে। পরিবারের দাবী, চুরির মিথ্যা অভিযোগে একই এলাকার হালিম বিক্রেতা হাকিমসহ বেশকয়েকজন সুরামানকে নির্যাতন করে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখে। নিহত সুরমানের ছোট ভাই সেলিম জানান, সামনের বাড়ীর হালিম বিক্রেতা হাকিম গত মঙ্গলবার সকালে তাদের বাড়ী থেকে গহনা ও নগদ টাকা চুরির অভিযোগ এনে প্রথমে আমাদের ছোট ভাই আশরাফুলকে আটকে রেখে বেধড়ক মারপিট করে। বুধবার দুপুরে আমার বড় ভাই রিক্সাচালক সুরমানকে ধরে নিয়ে যায়। এসময় বাড়ীর সবাইকে বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেয় হাকিমসহ তার সঙ্গীরা। এরপর সুরমানকে খুজে পাওয়া যায়নি। বিচার চান তারা।
আজ বৃহস্পতিবার সকালে জিকে বালির ঘাট এলাকায় আমেনা খাতুনের বাড়ীর বাথরুমের চালার এঙ্গেলের সাথে ঝুলন্ত অবস্থায় সুরমানের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। সেলিম বলেন, গতকাল থেকে বাড়িছাড়া তার সম্ভাব্য স্থানে ভাইকে খুজেছেন।
কুষ্টিয়া মডেল থানার এস আই খাইরুজ্জামান বলেন, নিহত সুরমানের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। রিপোর্টেই মৃতের কারন জানা যাবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.