বিশেষ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জ শহরকে’গ্রীন এন্ড ক্লিন জোন’ হিসেবে গড়ে তুলতে ১ লক্ষ বৃক্ষরোপণের পরিকল্পনার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা । পাশাপাশি এর মাধ্যমে একটি সবুজ, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ বান্ধব শহর তৈরি করা হবে বলে স্পষ্ট জানিয়েছেন।
মঙ্গলবার (১১ মার্চ) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে তিনি এ ঘোষণা দেন।
এসময় জেলা প্রশাসক(ডিসি) বলেন, শহরের সব ধরনের রাজনৈতিকসহ বিভিন্ন ব্যানার-ফেস্টুন অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
শহরের অবৈধ দখলদারদের উচ্ছেদ করে নগরীকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, গাছ লাগানোর ফলে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষা পাওয়া যাবে। বাতাসে অক্সিজেনের ঘাটতি পূরনের সহায়তা করবে।
জেলা প্রশাসক(ডিসি) মাদককে সকল অপরাধের মূল উৎস হিসেবে উল্লেখ করে বলেন, মাদকাসক্ত ব্যক্তিরাই অপরাধমূলক নানান ধরনের কর্মকান্ডে জড়ায়। তাই প্রতিটি পাড়া-মহল্লায় মাদকমুক্ত সমাজ গড়তে হবে।
তিনি জানান, আসন্ন ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষের সুবিধার্থে সড়ক ও নৌপথে নিরাপত্তা জোরদার করা হবে, যাতে মানুষ নিরাপদে পরিবারের কাছে পৌঁছাতে পারে এবং ঈদ আনন্দ উৎযাপন করে নিরাপদে ফিরে আসতে পারে।
তিনি আরও বলেন, আগামী ২০ রমজানের মধ্যে সব শ্রমিক প্রতিষ্ঠান যেন বেতনসহ ঈদ বোনাস পরিশোধ করে সে দিকে বিশেষ নির্দেশনা দেয়া হল। বেতন ও ঈদ বোনাস নিয়ে কোনো ধরনের অপ্রত্যাশিত ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে মালিকপক্ষকে বিশেষ সতর্ক থাকতে হবে।
অবৈধ গ্যাসের সংযোগ বিষয়ে ডিসি বলেন,
পাড়ায় মহল্লায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। বিচ্ছিন্ন সংযোগ যাতে পুনরায় চালু না হয়, তাও নিশ্চিত করা হবে। আমরা গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করি, কিন্তু রাতের বেলায় কেউ আবার সংযোগ দিয়ে দেয়। এটি কোনোভাবেই হতে দেওয়া যাবে না।
এসময় জেলা প্রশাসক(ডিসি) ফুটওভার ব্রিজে হকার বসার ওপর নিষেধাজ্ঞা দিয়ে বলেন, হকার বসলে মানুষের চলাচলে সমস্যা হয়, তাই ফুটওভার ব্রিজে কোনো হকার বসতে দেওয়া যাবে না।সরকারি জায়গায় কোনো অবৈধ স্থাপনা থাকতে পারবে না এবং কেউ যাতে সরকারি সম্পত্তি দখল করতে না পারে, সে বিষয়ে কড়া নজরদারি থাকবে।
আইনশৃঙ্খলা সভায় উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার(এসপি) প্রত্যুষ কুমার মজুমদার, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সচিব (উপ-সচিব) মো. নূর কুতুবুল আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা মইনুদ্দিন আহম্মেদ, তোলারাম কলেজের অধ্যক্ষ বিমল চন্দ্র দাস, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দিপু, জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী তরিকুল সুজন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহবায়ক নিরব রায়হান, সদস্য সচিব মোহাম্মদ জাবেদ আলম সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগন।
◑ Chief Adviser-☞ Abu Jafor Ahamed babul(Chairman of Prime Group) ◑Adviser☞ Mohammad Kamrul Islam
◑Editor & publisher-☞ Mohammad Islam ✪Head office:-Motijheel C/A, Dhaka-1212,
✪Corporate office:-B.B Road ,Chasara, Narayanganj-1400, ✆Tell-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126
◑web:www.samakalinkagoj.com. ✪For news:(Online & Print)samakalinkagojnews@gmail.com,
✪For advertisements:-ads.samakalinkagoj@gmail.com✪For Editor & publisher:-editorsamakalinkagoj@gmail.com.✆Cell: +8801754-605090(Editor)☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
☞সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪ রেজি ডি/এ নং-৬৭৭৭
◑ All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority>(© সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ)
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.