ইব্রাহীম হোসেন,সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগরে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সময় বিভিন্ন বাধা, হুমকি ও হয়রানির অপচেষ্টার প্রতিবাদে এক সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) শ্যামনগর মাইক্রো বাসস্ট্যান্ডে আয়োজিত এ সমাবেশে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশের সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনির। রিপোটার্স ক্লাবের সাবেক সভাপতি গাজী আল ইমরানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলোর স্ট্যাফ রিপোর্টার সাতক্ষীরা জেলার প্রথিতযশা সাংবাদিক কল্যাণ ব্যানার্জি। প্রধান অতিথি বলেন, সংবাদপত্রের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম মূল ভিত্তি। কিন্তু বর্তমানে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নানা ধরনের হয়রানি, হুমকি ও আইন বহির্ভূত বাধার সম্মুখীন হচ্ছেন, যা কেবল গণমাধ্যমের স্বাধীনতার ওপরই আঘাত হানে না, বরং গণতন্ত্রের চর্চাকেও বাধাগ্রস্ত করে।
তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ। অথচ তারা যখনই সত্য তুলে ধরতে যান, তখনই বিভিন্ন রাজনৈতিক হস্তক্ষেপে বা ব্যক্তির দ্বারা নানা ষড়যন্ত্রের শিকার হন। প্রশাসনের উচিত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হয়রানিমূলক মামলা ও নির্যাতন বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিবিসি নিউজের সাতক্ষীরা জেলা প্রতিনিধি এম, বেলাল হুসাইন, উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারি এস, এম, মোস্তফা কামাল, প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব আবু কাওছার, সাবেক উপদেষ্টা আলহাজ্ব শেখ আফজালুর রহমান, দৈনিক সংগ্রামের রিপোর্টার হুসাইন বিন আফতাব, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসেন, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী ইসলাম ইমন, অনলাইন নিউজ ক্লাবের সাবেক সভাপতি মারুফ হোসেন মিলন, সদস্য মোমিনুর রহমান এবং রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক খলিলুর রহমান প্রমূখ। সমাবেশের শেষ পর্যায়ে সাংবাদিক নেতারা একযোগে বলেন, এই পেশা শুধু একটি কাজ নয়, এটি দায়িত্ব ও ব্রত। সত্য প্রকাশে যত বাধাই আসুক, শ্যামনগরের সাংবাদিক সমাজ এক্যবদ্ধ ভূমিকা অব্যাহত থাকবে, সাংবাদিকরা কখনো পিছপা হবেন না। সমাবেশ থেকে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়, যেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং হয়রানি ও হুমকির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। সমাবেশে প্রায় শতাধিক সাংবাদিকদের উপস্থিতিতে স, ম, ওসমান গণি সঞ্চলনার সহায়ক ভূমিকা পালন করেন।
◑ Chief Adviser-☞ Abu Jafor Ahamed babul ◑ Adviser☞ Mohammad Kamrul Islam
◑Editor & publisher-☞ Mohammad Islam ✪Head office:-Motijheel C/A, Dhaka-1212,
✪Corporate office:-B.B Road ,Chasara, Narayanganj-1400, ✆Tell-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126
◑web:www.samakalinkagoj.com. ✪For news:(Online & Print)samakalinkagojnews@gmail.com,
✪For advertisements:-ads.samakalinkagoj@gmail.com✪For Editor & publisher:-editorsamakalinkagoj@gmail.com.✆Cell: +8801754-605090(Editor)☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
☞সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪ রেজি ডি/এ নং-৬৭৭৭
◑ All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority>(© সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ)
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.