ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধিঃ
মাগুরার আট বছরের শিশু আছিয়া ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের ফাঁসির দাবিতে গাইবান্ধা সরকারি কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
রোববার (৯ মার্চ) বেলা ১২টার দিকে গাইবান্ধা সরকারি কলেজের মাঠ থেকে এই প্রতিবাদ কর্মসূচি শুরু হয়। কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এতে অংশ নিয়ে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ও দ্রুত বিচারের দাবিতে সোচ্চার হন।
বিক্ষোভ চলাকালীন শিক্ষার্থীরা "তুমি কে আমি কে, আছিয়া আছিয়া", "ফাঁসি চাই ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই", "আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাই নাই" ইত্যাদি স্লোগান দেন। বিক্ষোভ শেষে কলেজ গেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে গাইবান্ধা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রুবান হাসান রিয়াদ বলেন, "৮ বছরের শিশু আছিয়ার ধর্ষকের অনতিবিলম্বে ফাঁসি কার্যকর করতে হবে। এছাড়া দেশের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।"
উল্লেখ্য, গত ৫ মার্চ, বুধবার রাতে মাগুরা পৌর এলাকায় শিশু আছিয়া তার বড় বোনের বাড়িতে বেড়াতে গেলে বোনের শ্বশুর হিটু মিয়ার কাছে ধর্ষণের শিকার হয়। ঘটনায় গুরুতর আহত আছিয়াকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। সেখানে পিআইসিইউতে অচেতন অবস্থায় রয়েছে শিশুটি। চিকিৎসকদের মতে, আছিয়ার অবস্থা অত্যন্ত সঙ্কটাপন্ন।
এই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মামলা করেছেন। মামলার আসামি হিসেবে শিশুটির ভগ্নীপতি সজিব (১৮), সজিবের ভাই রাতুল (১৭), তাদের বাবা হিটু মিয়া (৪২) ও মা জাবেদা বেগম (৪০)কে গ্রেপ্তার দেখানো হয়েছে। এরা সকলেই পুলিশ হেফাজতে রয়েছেন।
গাইবান্ধা সরকারি কলেজের শিক্ষার্থীদের এই প্রতিবাদ কর্মসূচি সমাজের বিভিন্ন স্তরে আলোড়ন সৃষ্টি করেছে। ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে জনসচেতনতা ও প্রতিবাদী আন্দোলন জোরদার করার আহ্বান জানানো হয়েছে। শিশু আছিয়ার ন্যায়বিচার ও ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিতে গাইবান্ধাসহ সারাদেশে প্রতিবাদের ঝড় উঠেছে।
◑ Chief Adviser ☞ ◑ Adviser☞ Mohammad Kamrul Islam
◑Editor & publisher ☞ Mohammad Islam ✪Head office:-Motijheel C/A, Dhaka-1212,
✪Corporate office:-B.B Road ,Chasara, Narayanganj-1400, ✆Tell-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126
◑web:www.samakalinkagoj.com. ✪For news:(Online & Print)samakalinkagojnews@gmail.com,
✪For advertisements:-ads.samakalinkagoj@gmail.com✪For Editor & publisher:-editorsamakalinkagoj@gmail.com.✆Cell: +8801754-605090(Editor)☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
☞সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪ রেজি ডি/এ নং-৬৭৭৭
◑ All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority>(© সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ)
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.