প্রিন্ট এর তারিখঃ মার্চ ৬, ২০২৫, ১১:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৬, ২০২৫, ৪:১২ এ.এম
মৌলভীবাজারে পর্যটন শিল্প বিকাশ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার জেলায় পর্যটন শিল্প বিকাশে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ই মার্চ) সকালে জেলা প্রসাশনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন হলরুমে সেমিনারের উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার কে এম জাহাঙ্গীর হোসেন পিবিএম বার।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে হলে মৌলভীবাজার জেলার সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং সকলের সহযোগিতায় এগিয়ে যেতে পারে এমনটাই কাম্য করেছেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন, অধ্যাপক মোঃ আবদুল হামিদ, ব্যবসা ও প্রশাসন বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট।
মূল প্রবন্ধ উপস্থাপনায় বলেন, প্রকৃতির অনন্য সৃষ্টি, সুশোভিত,শতরূপা ও হাজারো সৌন্দর্যে মুগ্ধতা ছড়ানো চায়ের দেশ খ্যাত মৌলভীবাজার জেলা এমনিতেই যথেষ্ট সুন্দর ও আকর্ষণীয় দেশে বিদেশে। গোটা বছরই দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে পর্যটকেরা ছুটে আসেন এখানকার সীমাহীন সৌন্দর্য উপভোগ করতে। বেশ কিছু পর্যটন স্পট ইতিমধ্যে ভ্রমণ পিপাসুদের কাছে অত্যন্ত প্রিয় হয়ে উঠেছে। ওই স্পটগুলোর আশেপাশের এলাকার লোকজন পর্যটন মৌসুমে নানান উপায়ে ভালো ব্যবসা করছে। কিছু স্পটে আবার বছরের সব সময়ই ট্যুরিস্টরা যাতায়াত করে।
পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিভিন্ন পর্যটন স্পট দেখান মোহাম্মদ আবিদ হোসেন সহকারী কমিশনার পর্যটন সেল।
সেমিনার উপস্থাপনা করেন,তানভীর হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক(উন্নয়নও মানব সম্পদ)।
উদ্বোধনী অনুষ্ঠানে কোরআন তেলোয়াত করেন প্রশাসনিক কর্মকর্তা মোঃ রেজাউল করিম ও গীতা পাঠ করেন, রাজস্ব শাখার পুলক দেব।
সেমিনারে বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা,বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ী প্রতিনিধি, বেসরকারি উন্নয়ন সংস্থা এবং উন্নয়ন সহযোগী সংস্থা, ছাত্র প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সেমিনারে মুক্ত আলোচনায় উপস্থিত অতিথিরা তাদের মতামত ও প্রস্তাবনা প্রদান করেন এবং এসব শিল্পের উন্নয়নে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
◑ Chief Adviser-☞Abu Jafor Ahamed babul(Chairman of Prime Group) ◑Adviser☞Mohammad Kamrul Islam
◑Editor & publisher-☞Mohammad.S.Islam ✪Head office:-Motijheel C/A, Dhaka-1212,
✪Corporate office:-B.B Road ,Chasara, Narayanganj-1400, ✆Tell-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126
◑web:www.samakalinkagoj.com. ✪For news:(Online & Print)samakalinkagojnews@gmail.com,
✪For advertisements:-ads.samakalinkagoj@gmail.com✪For Editor & publisher:-editorsamakalinkagoj@gmail.com.✆Cell: +8801754-605090(Editor)☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
☞সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪ রেজি ডি/এ নং-৬৭৭৭
◑ All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority>(© সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ)
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.