প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২, ২০২৬, ৮:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৫, ২০২৫, ৪:২২ পি.এম
মুন্সীগঞ্জে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে নৈশপ্রহরীকে গণপিটুনি

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ সদরে এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক নৈশ্যপ্রহরীকে আটক করে গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধরা।পরে গুরুতর অবস্থায় অভিযুক্ত আবুল হোসেনকে(৬০)উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে অবস্থান নেয় বিক্ষুব্ধরা।পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।ভুক্তভোগীর শিশুটির পরিবারের অভিযোগ,গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ওই স্কুলের শিক্ষার্থীদের নিয়ে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুতিমূলক অনুষ্ঠানে যায় শিশুটি।পরে ওই শিশু শিক্ষার্থীর সঙ্গে নির্যাতনের চেষ্টা চালান স্কুলের নৈশপ্রহরী অভিযুক্ত আবুল হোসেন।এর কিছুক্ষণ পরে স্কুলে শিক্ষকদের উপস্থিতি টের পেয়ে ওই শিশুকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।বাড়ি ফিরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে, রাতেই স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।এদিকে এ ঘটনা জানাজানি হলে আজ মঙ্গলবার সকালে অভিযুক্তকে ওই স্কুল মাঠে আটক করে স্থানীয় লোকজন।এ নিয়ে শুরু হয় উত্তেজনা।পরে অভিযুক্তকে পগণপিটুনি দেন বিক্ষুব্ধরা।মারধরের পর হাসপাতালে নেওয়া হলে সেখানেও উত্তেজনার সৃষ্টি হয়।সরেজমিনে দেখা যায়,আজ দুপুরে চিকিৎসকেরা আহতকে ঢাকায় রেফার করেন।আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সেনাবাহিনীর গাড়িতে অভিযুক্তকে নেওয়ার চেষ্টা করলে তাদের গাড়িতে হামলা চালায় বিক্ষুব্ধরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আবারও আহতকে নেওয়া হয় হাসপাতালে ভেতরে।পরে শত শত উত্তেজিত জনতা হাসপাতালে অবস্থান নেয়।নিরাপত্তাজনিত কারণে অন্য রোগীদের সরিয়ে নিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জ পুলিশ সুপার শামসুল আলম সরকার বলেন,পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বৃদ্ধি করা হচ্ছে। এ ছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন রয়েছেন। সংকট সমাধানের জন্য স্থানীয় পক্ষের সাথে আলোচনা চলমান রয়েছে।পরবর্তীতে ভুক্তভোগীর পরিবারের অভিযোগ অনুযায়ী সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
✪ Chief Adviser, Prabir Kumar Saha, ✪ Chief Advisor, Masuduzzaman Masud ✪ Adviser- Mohammad Kamrul Islam, ✪Editor & publisher- Mohammad Islam.☞Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.