প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৯, ২০২৫, ৮:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৯, ২০২৫, ৫:২৫ এ.এম
মহাকাশ থেকে দীর্ঘ ৯ মাস পর পৃথিবীতে ফিরে এসেছেন সুনিতা-উইলিয়াম
ঋতম্ভরা ব্যানার্জি,কলকাতা প্রতিনিধি।।
সুনীতা উইলিয়ামসকে মনে আছে !
পৃথিবীতে ফিরেও এ নারী মিস করবে মহাকাশকে,
সুদীর্ঘ ন’মাস মহাকাশে কাটানোর পর পৃথিবীতে ফিরে আসছেন সুনীতা। আমার কেবলই মনে হয়, আহা যদি সুনীতার মতো আমিও যেতে পারতাম মহাকাশে। আমার অবর্তমানে পৃথিবীতে কাঁদার কেউ নেই, এর চেয়ে মহাকাশ দেখে ওখানেই শেষ বয়সটাতে যদি আমার দেহকে গবেষণায় লাগাতে পারতাম।
সুনীতা সেই নারীদের মিথ্যে প্রমাণ করে দিলো, যে নারীদের কালো বস্তায় আবদ্ধ করে রাখে, কিছু সঙ্কীর্ণ মানুষ, বা কিছু নারী স্বেচ্ছায় বস্তা বন্দী হয়। বাড়ির বাইরে যেতে হলে পুরুষকে বাধ্যতামূলক ভাবে নিতে হয়। জ্ঞান বিজ্ঞানে মানুষ এতো এগিয়ে গেলেও এসব দেশগুলো পেছনেই পড়ে থাকবে। দুঃখজনক ভাবে আমার ভারত আর বাংলাদেশ সেই পথেই হাঁটছে।
তবে সুনীতা উইলিয়ামসকে দেখে মানুষের অনেক শিক্ষার আছে, যদি তারা জ্ঞানের সঠিক ব্যবহার করেন, দেখবেন এতো দিনেও কোন ঐশ্বরিক ঘোড়া বা জীব জন্তু, আগুনের শক্তি ওদের কাছে এসে বলেনি, তোমরা তো 'সপ্ত আসমানে' এসেছ, একটু স্বর্গ আর নরক দেখে যাও'
সব ঠিক থাকলে ১৯ মার্চ ২০২৫ আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে ফিরতে পারেন সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। আট দিনের জন্য মহাকাশে গিয়েছিলেন এ দুই নভোচর। প্রযুক্তিগত ত্রুটির কারণে ন’মাস থাকতে হয়েছে তাঁদের সেখানেই। ভারতীয় বংশোদ্ভুত সুনীতা, মহাকাশ স্টেশনে বসে জানিয়েছিলেন এক সাক্ষাৎকারে 'সব কিছুই মিস্ করব।'। প্রিয় সুনীতা, আমরা গভীর আগ্রহে অপেক্ষা করছি, দ্রুত ফিরে আসুন।
সুনীতাদের সঙ্গে পৃথিবীতে ফিরবেন নাসার নিক হগ এবং রুশ নভোচারী আলেকজ়ান্ডার গর্বুনভ। আমেরিকার ফ্লরিডার উপকূলে স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার বিকেল ৫টা ৫৭ মিনিটে তাঁরা পৃথিবী স্পর্শ করতে পারেন। ভারতের ঘড়িতে ওই সময় বুধবার ভোর সাড়ে ৩টে, বাংলাদেশে ভোর ৪টে।
মহাকাশে দীর্ঘদিন থাকার ফলে সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর ‘বিশেষ দৃষ্টিভঙ্গি’ লাভ করেছেন। কোনও সমস্যার সমাধান করার ক্ষেত্রেও নতুন পথ পেয়েছেন। আগামী পৃথিবী দেখুক মানুষ কি করে অসাধ্য সাধন করেছে, তার যাত্রা পথে এই পৃথিবী থেকে মানুষ, সে মানুষের উদ্ভাবন, বিজ্ঞান ও প্রযুক্তি, মানুষের নির্মাণ খাবার, পোশাক, প্রসাধন সামগ্রী এসবই ব্যবহার করেছেন তাঁরা। তাদের জন্য কোন ঈশ্বর, আল্লাহ, ভগবান কিছুই আসে নি, সহায়ক হয়ে।
◑ Chief Adviser-☞ Abu Jafor Ahamed babul ◑ Adviser☞ Mohammad Kamrul Islam
◑Editor & publisher-☞ Mohammad Islam ✪Head office:-Motijheel C/A, Dhaka-1212,
✪Corporate office:-B.B Road ,Chasara, Narayanganj-1400, ✆Tell-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126
◑web:www.samakalinkagoj.com. ✪For news:(Online & Print)samakalinkagojnews@gmail.com,
✪For advertisements:-ads.samakalinkagoj@gmail.com✪For Editor & publisher:-editorsamakalinkagoj@gmail.com.✆Cell: +8801754-605090(Editor)☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
☞সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪ রেজি ডি/এ নং-৬৭৭৭
◑ All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority>(© সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ)
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.