বিশেষ প্রতিবেদক।।
নারায়ণগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক(ডিসি) মানবতার ফেরিওয়ালা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা নারী দিবসের আলোচনা সভায় বলেছেন, আমরা (নারীরা) কিভাবে নিজেদেরকে দক্ষ ও যোগ্য করে গড়ে তুলবো, সেটিই হচ্ছে মূল ভাবনা। আমরা সমাজের জন্য বোঝা হয়ে থাকতে চাই না, সমাজের জন্য সম্পদ হয়ে উঠতে চাই।
বর্তমানে দেশে প্রায় ১৮ নারী জেলা প্রশাসক(ডিসি) রয়েছেন, তারা বহু চ্যালেঞ্জ অতিক্রম করেই এ অবস্থানে আজ এসেছেন।
শনিবার (৮ মার্চ) সকাল ১১টায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন।
ডিসি বলেন, আমরা যদি বহু দূরে যেতে চাই, আমাদের সঠিক লক্ষ্যে পৌঁছাতে চাই, তাহলে আমাদের একসঙ্গে যেতে হবে। জাতি, সমাজ এবং দেশ গঠনে একসাথে চলার অন্য কোনো বিকল্প নেই। দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে হলে, কোনো একটি অংশকে দুর্বল রেখে বা আঘাতপ্রাপ্ত রেখে তা কোনোভাবে সম্ভবপর নয়।
তাই নারী-পুরুষ সকলকে কাঁধে কাধ মিলিয়ে এগিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, এই পৃথিবী বিজয়ীদেরই স্থান। যারা জয়ী হবে, সকলেই তাদের কথাই শুনতে চায়। তাই আমাদের সকলকেই জয়ী হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। যদিও এতে চ্যালেঞ্জ রয়েছে, তবে দক্ষতা ও যোগ্যতা অর্জনের মাধ্যমে সেগুলো অর্জন করতে হবে।
তিনি জীবন যুদ্ধে জয়ী এক নারী অটো চালক নাসিমার উদাহরণ টেনে বলেন, নাসিমার দুটি সন্তান রয়েছে, স্বামী নেই, থাকার জায়গাও নেই। কিন্তু সে তাতে হার মানেনি যুদ্ধ করছে। তাকে তার লক্ষ্যে পৌঁছাতে কোনো চ্যালেঞ্জই বাধাগ্রস্ত করতে পারেনি। অতএব আমরা যদি সফল হতে চাই, তাহলে আমাদেরও পরিশ্রম ও প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।
জেলা প্রশাসক(ডিসি) আরও বলেন, নারী-পুরুষ উভয়েই সমাজের অবিচ্ছেদ্য গুরুত্বপূর্ণ অংশ। শুধু পুরুষ দ্বারাই নারীরা নির্যাতনের শিকার হয় না, নারীর দ্বারাও অনেক সময় নারী নির্যাতনের শিকার হয়। আমাদের নিজেদের দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে হবে, যেন আমরা সমাজের জন্য সম্পদ হয়ে উঠতে পারি।
তিনি আরও বলেন, সরকার শিক্ষা ও অন্যান্য ক্ষেত্রে নারীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করেছে। এরপরেও যেখানে অসমতা রয়েছে, সেখানে আমাদের কাজ করতে হবে। নারীদের উন্নয়ন ছাড়া সমাজের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।
জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা শেষে নারীদের স্বাবলম্বী হাতে সেলাই মেশিন তুলে দেন জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।এসময় আরো উপস্থিত ছিলেন মহিলা অধিদপ্তরের উপপরিচালক,জেলা দায়িত্বরত সকল নারী নির্বাহী ম্যাজিষ্ট্রেটসহ নারী উদ্দ্যোক্তাগন।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.