ফুহাদ হাসান, রিপোর্টার।।
নারায়ণগঞ্জের মার্কেট গুলোতে জমে উঠেছে, ঈদে বেচা কেনা, ভীড় জমাচ্ছেন ঈদ আনন্দ উৎযাপনের কেনা কাটায়। শপিংমল গুলোতে দেখা যাচ্ছে উপচে পরা ভিড় মানুষের ঢল, কোথাও তিল পরিমাণে জায়গা নেই। ঈদের আর বেশি দিন বাকি নেই। শহর ছাড়বে অনেক শ্রমজীবিরা যারা নানান পেশায় নিয়োজিত আছেন বিভিন্ন কর্মস্থলে।
নারায়ণগঞ্জ একটি বাণিজ্যিক জেলা যা শিল্প নগরী হিসাবেই পরিচিত, রাজধানী ঢাকার পার্শ্ববর্তী জেলা এটি। ব্যবসা- বাণিজ্য,কলকারখানা গার্মেন্টস ফ্যাক্টরি ইত্যাদি প্রতিষ্ঠান নিয়ে গঠিত এই জেলা চাকরি আর কর্মক্ষেত্রের জন্য অনেক মানুষ দুর দুরন্ত থেকে কাজের সন্দ্ধানে পারি জমায় এ জেলায়। ঈদকে সামনে রেখে গার্মেন্টস ফ্যাক্টরি এবং প্রতিষ্ঠান বন্ধের পর কর্ম বিরতিতে ঘর মুখী হবেন তারা নিজের পরিবার পরিজনদের সাথে ঈদ আনন্দ উৎযাপন করতে। তাই দুরগামী মানুষ দোকান গুলোর প্রথম সারির ক্রেতা নিজের পরিবার এবং নিজের জন্য পছন্দ মতো করছেন কেনা কাটা। দূরগামী মানুষের পাশাপাশি নগরবাসী ভীড় জমাচ্ছেন মার্কেটগুলোতে।কেউ আসছেন দেখতে কেউ বা আসছে নিজের জন্য নতুন পোষাক কেনা কাটা করতে। তাই মার্কেট গুলোতে ক্রমাগত ক্রেতাদের ভীড় বাড়ছে মার্কেট ও শপিংমল গুলোতে। ।
নারায়ণগঞ্জ সমবায় নিউ মার্কেট ব্যবসায়ী সাত ভাই চম্পা শাড়ী ও থ্রিপিস দোকান মালিক বাদশা মিয়া জানান, আলহামদুলিল্লাহ গত ঈদের বাজারের থেকে এইবার বেশ কিছুটা ভালো, তবে ক্রেতাদের সমাগম কিছুটা কম। যারা শহর ছাড়বে তারাই এখন কেনাকাটা করছে স্থানীয় বাসিন্দাদের ভীর খুব কম নেই বললেই চলে। তবে বেচাকেনা আগের বার থেকে ভালোই আছে তবে ঈদ আসতে আরও বেশ কয়েক দিন বাকি আশা করি আল্লাহ পাকের দয়ায় এই কয়েক দিনও ভালো বেচা বিক্রি হবে।
ওয়ান পয়েন্টের কসমেটিক ব্যবসায়ী বাবু জানান, এবার ব্যবসা ভালোই হচ্ছে, কাস্টমারের চাপ আছে। তবে এইবার পাইকারী মাল কিনতে গিয়ে আগের বারের মতো সিন্ডিকেট এর পাল্লায় পড়তে হচ্ছে না। বাজার দর অনুযায়ী মালামাল কিনতে পারছি, তবে মালের দরটা ঈদ আগের দাম থেকে একটু বেশি। ঈদ বাজার তো তার জন্য তবে ব্যবসা করতে পারছি কাস্টমারকে ভালো মানের জিনিস দিতে পারতেছি এটাই অনেক।
পরিবার নিয়ে ঈদের কিনা কাটা করতে আসা ফরহাদ নামে একজন জানান, আসলাম পরিবারের সবাইকে নিয়ে ঈদের কেনা কাটা করতে বেশ ভালোই লাগছে । বাবা-মার জন্য আবার নিজের বউ সন্তানদের জন্যও কেনাকাটা শেষ। এখন নিজের জন্য দেখি কিছু পছন্দ মতে কিনতে পারি কী না।
তবে বলা যায় এবার ঈদের বাজার জাকজমপূর্নভাবে জমে উঠেছে। এবার নারায়ণগঞ্জের ঈদ বাজার ব্যবসায়ীরা লাভের মূখ দেখছেন।গতবার করোনার কারনে খূব একটা লাভের মূখ দেখতে পারেনি।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.