প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৮, ২০২৫, ১০:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২২, ২০২৫, ৫:২০ পি.এম
দুই অ্যাম্বুলেন্স ১ চালক: সিন্ডিকেটের কবলে জিম্মি গাইবান্ধা হাসপাতালের রোগীরা
ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেনারেল হাসপাতাল, জেলার একমাত্র সরকারি চিকিৎসা কেন্দ্র হিসেবে দীর্ঘদিন ধরে অ্যাম্বুলেন্স সেবার চরম সংকটে ভুগছে। এ হাসপাতালে সরকারিভাবে মাত্র দুটি অ্যাম্বুলেন্স বরাদ্দ থাকলেও চালকের সংখ্যা ১জন। অন্যদিকে, জেলার প্রায় ৩৫ লাখ মানুষের চাহিদা পূরণে এই সংখ্যক অ্যাম্বুলেন্স একেবারেই অপ্রতুল। এ পরিস্থিতিতে প্রাইভেট অ্যাম্বুলেন্স ব্যবসায়ীরা সিন্ডিকেট গঠন করে রোগীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন, যা স্থানীয়দের জন্য নতুন করে দুর্ভোগ সৃষ্টি করেছে।
হাসপাতাল কর্তৃপক্ষের মতে, অ্যাম্বুলেন্স ও চালক সংকটই রোগীদের সেবা বাধাগ্রস্ত হওয়ার মূল কারণ। সরকারি পর্যায়ে বারবার অ্যাম্বুলেন্সের চাহিদা ও চালক নিয়োগের জন্য আবেদন জানানো হলেও এখনো কোনো সুরাহা হয়নি। এর ফলে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকরা তাদের সুবিধামতো ভাড়া নির্ধারণ করে রোগীদের ওপর চাপ সৃষ্টি করছেন। এছাড়া, ফিটনেসবিহীন ও অপর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম সম্বলিত এসব প্রাইভেট অ্যাম্বুলেন্স ব্যবহার করতে বাধ্য হচ্ছেন রোগী ও তাদের স্বজনরা।
গাইবান্ধা জেনারেল হাসপাতালে ডাক্তার ও অবকাঠামোগত সংকটের কারণে প্রতিদিনই অনেক গুরুতর রোগীকে রংপুর, বগুড়া ও ঢাকার মতো বড় হাসপাতালে রেফার করা হয়। কিন্তু অ্যাম্বুলেন্সের অভাবে তাদের যাত্রা হয়ে উঠে কষ্টকর ও ঝুঁকিপূর্ণ। সরকারি অ্যাম্বুলেন্সের স্বল্পতার সুযোগ নিয়ে প্রাইভেট অ্যাম্বুলেন্স মালিকরা তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন, যা রোগীদের জন্য জীবনমরণ সমস্যা তৈরি করছে।
জনগণের চাহিদা অনুযায়ী, হাসপাতালটিতে অন্তত ১০টি অ্যাম্বুলেন্স প্রয়োজন। কিন্তু বর্তমানে মাত্র দুটি অ্যাম্বুলেন্স থাকায় রোগীদের জন্য পর্যাপ্ত সেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। এছাড়া, চালক সংকটের পাশাপাশি অ্যাম্বুলেন্সের রক্ষণাবেক্ষণ ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের অভাবও একটি বড় সমস্যা।
স্থানীয় বাসিন্দারা দাবি করছেন, হাসপাতালে আরও অ্যাম্বুলেন্স সংযোজন, চালক নিয়োগ এবং প্রাইভেট সিন্ডিকেটের শোষণ বন্ধ করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।
এ অবস্থায়, হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবার সংস্কার ও চালক নিয়োগের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সেবা গ্রহীতারা। তারা আশা করছেন, সরকার দ্রুত এ সমস্যার সমাধান করে মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করবে। অন্যথায়, গাইবান্ধার সাধারণ মানুষকে প্রাইভেট সিন্ডিকেটের শোষণ ও অনিরাপদ অ্যাম্বুলেন্স সেবার উপর নির্ভরশীল থাকতে হবে।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Samakalin Kagoj. All rights reserved.