বিশেষ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কথায় সারা দিয়ে তেলের ঘাটতি পূরনের এবং ভোক্তাদের চাহিদা পূরনের সহজলভ্য করতে পবিত্র রমজান মাসে ভোজ্যতেলের সংকট নিরসনে খোলা ট্রাকের মাধ্যমে ভোজ্যতেল বিক্রি কার্যক্রম শুরু করেছে মেঘনা গ্রুপ।
গত কয়েকদিন আগের মিটিং এ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের আহ্বানে বিশেষ ছাড়ে ভোজ্যতেল সয়াবিন সহ অন্যান্য সামগ্রী বিক্রির কর্মসূচি শুরু হয়। এছাড়াও বিশেষ ছাড়ে পোলাও চাল, ডাল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিশেষ মূল্য ছাড়ে বিক্রি শুরু করেছে বহুজাতিক কোম্পানি মেঘনা গ্রুপ।
বৃহস্পতিবার(৬ মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় তার সাথে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার(এসপি) প্রত্যুষ কুমার মজুমদার, জেলা আনসার কমান্ড্যান্ট কানিজ ফারজানা শান্তা, মেঘনা গ্রুপের জিএম সরকার ফরহাদ আহমেদ প্রমুখ।
এসময় জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, গত ৩ মার্চ ভোজ্যতেলের কারখানা মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে ফলপ্রসু বৈঠকে কারখানা মালিকদের নারায়ণগঞ্জে খোলা গাড়ির মাধ্যমে ভোজ্যতেল বিক্রির আহ্বান জানিয়েছিলাম। মেঘনা গ্রুপ সেই আহ্বানে সাড়া দিয়ে খোলা ট্রাকের মাধ্যমে প্রতিদিন ২ টনের বেশি বোতলজাত ভোজ্যতেল বিক্রির উদ্যোগ নিয়েছে। এছাড়াও সিটি গ্রুপ কোম্পানি কর্তৃপক্ষও আগামী দু/এক দিনের মধ্যে খোলা ট্রাকের মাধ্যমে ভোজ্যতেল বিক্রি করবেন। আশা করছি এতে করে জেলায় ভোজ্যতেলের যে সংকট রয়েছে, তা অচীরেই কেটে যাবে।
মেঘনা গ্রুপের জেনারেল ম্যানেজার(জিএম) সরকার ফরহাদ আহমেদ বলেন, আমাদের কোম্পানি পুরো রমজান জুড়ে খোলা ট্রাকের মাধ্যমে বিশেষ মূল্য ছাড়ে ভোগ্যপণ্য বিক্রির কার্যক্রম চলবে। প্রতিদিন অন্তত ২ টন ১২ কেজি ভোজ্যতেল খোলা ট্রাকের মাধ্যমে বিক্রি করা হবে।
বিশেষ মূল্য ছাড় অফারে ফ্রেশ চিনিগুড়া চাল ১৩৫ টাকা কেজি, ফ্রেশ রিফাইন্ড চিনি ১১৫ টাকা, ফ্রেশ মিল্ক পাউডার (৫০০ গ্রাম) ৪০০ টাকা, ফ্রেশ ড্রিংকিং ওয়াটার ১০ টাকা, ফ্রেশ রেগুলার ডাল ১১৫ টাকা, ফ্রেশ চা পাতা (৪০০ গ্রাম) ১৮০ টাকা, ফ্রেশ লবন ৩৫ টাকা, ফ্রেশ সরিষার তেল ২৭০ টাকা, ফ্রেশ সয়াবিন তেল ১ লিটার ১৭৫ টাকা, ২ লিটার ৩৫০ টাকা, ৩ লিটার ৫২৫ টাকা, ফ্রেশ রাইস ব্রান অয়েল ৫ লিটার ৯৭৫ টাকা, ফ্রেশ রাইস ব্রান অয়েল ২ লিটার ৪০৫ টাকায় এখানে পাওয়া যাবে।
◑ Chief Adviser ☞ ◑ Adviser☞ Mohammad Kamrul Islam
◑Editor & publisher ☞ Mohammad Islam ✪Head office:-Motijheel C/A, Dhaka-1212,
✪Corporate office:-B.B Road ,Chasara, Narayanganj-1400, ✆Tell-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126
◑web:www.samakalinkagoj.com. ✪For news:(Online & Print)samakalinkagojnews@gmail.com,
✪For advertisements:-ads.samakalinkagoj@gmail.com✪For Editor & publisher:-editorsamakalinkagoj@gmail.com.✆Cell: +8801754-605090(Editor)☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
☞সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪ রেজি ডি/এ নং-৬৭৭৭
◑ All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority>(© সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ)
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.