বিশেষ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল ভিক্টোরিয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্তে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় অভিযুক্ত ওই চিকিৎসকের বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করতে সেখানে যান দুদকের একাধিক কর্মকর্তারা।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে দূর্নীতি দমন কমিশনের(দুদক) একটি প্রতিনিধি দল নগরীর নিতাইগঞ্জস্থ এলাকায় ভিক্টোরিয়া হাসপাতালটিতে যান।
এসময় তারা হাসপাতালের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ মানুষের সাথেও কথা বলেন।
হাসপাতাল কর্তৃপক্ষ ও দুদক সূত্রে জানা যায়, অভিযুক্ত ওই চিকিৎসকের নাম ডা. মোহাম্মদ হুমায়ুন কবির সরকার। তিনি ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের ইউনানী বিভাগের মেডিকেল কর্মকর্তা। একই হাসপাতালে রহস্যজনকভাবে ২০ বছর যাবৎ কর্মরত রয়েছেন। তার বিরুদ্ধে ইউনানী খাতে বরাদ্দের টাকা আত্মসাৎ ও অনিয়মের অভিযোগ প্রসঙ্গে একটি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ওই প্রতিবেদনের সূত্র ধরে বিষয়টির প্রাথমিক তদন্তে নেমেছে দুদকের দল।
অভিযান প্রসঙ্গে জানতে চাইলে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম বলেন, দুদকের টিম হাসপাতালে এসেছিল দু’টি কাজে। একটি তাদের দাপ্তরিক কাজ এবং অপরটি একজন চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগের ব্যাপারে তদন্তের জন্য। এসকল বিষয়ে হাসপাতাল থেকে তারা যেসব তথ্য চেয়েছেন তা তাদের কাছে সরবরাহ করা হয়েছে।
তদন্তের বিষয়ে দুদকের জেলা সমন্বিত কার্যালয়ের উপপরিচালক নিয়ামুল আহসান কাজী বলেন, একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের সূত্র ধরে এ বিষয়ে তদন্ত করছে দুদক। হাসপাতালের ইউনানী খাতে কিছু কেনা টাকা ও অন্যান্য কিছু বিষয়ে কয়েকটি অভিযোগ উঠেছে। সে বিষয়ে ইউনানী খাতে বরাদ্দ ও কেনাকাটার ভাউচার সহ হিসাব নিকাশ আমরা তদন্তের সার্থে চেয়েছি। এগুলো দেখে যাচাই-বাছাই করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
এ তদন্তের বিষয়ে কথা বলতে অভিযুক্ত চিকিৎসক মোহাম্মদ হুমায়ুন কবিরের মুঠোফোনে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি তা রিসিভ করেননি।
(Editor & Publisher)
Head office:-Motijheel C/A, Dhaka-1212,
Corporate office:-B.B Road ,Chasara, Narayanganj-1400, Tell-02-47650077,02-2244272 Cell:+88-01885-000124,01885-000126
web:www.samakalinkagoj.com. For news:(Online & Print)
samakalinkagojnews@gmail.com, news.samakalinkagoj@gmail.com
For advertisements:-ads.samakalinkagoj@gmail.com
For publisher & editor:-editorsamakalinkagoj@gmail.com. Cell: +8801754-605090(Editor)
☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪ রেজি ডি/এ নং-৬৭৭৭
© All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority>(© সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ)
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.