অনলাইন নিউজ ডেস্ক।।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সাবেক এমপি আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, বহুদিন পর নারায়ণগঞ্জে মুক্ত ও স্বাধীনভাবে বিএনপি সভার আয়োজন করেছে।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় জাতি যখন দিশেহারা ছিল, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশ ও জাতিকে মুক্তির পথ দেখিয়েছিলেন বলে মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে শহরের প্রানকেন্দ্র চাষাড়াস্থ মিশনপাড়া মোড় এলাকায় নবাব সলিমুল্লাহ সড়কের উপর অস্থায়ী মঞ্চে জনসভায় নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধের দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণাসহ ফ্যাসিবাদ মোকাবিলার দাবিতে দেশব্যাপী বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জনসমাবেশ তিনি এসব কথা বলেন।
না'গঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীবের সঞ্চালনায় অনুষ্ঠিত এই জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
আরও বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহম্মেদ টিুট, কেন্দ্রীয় সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, সোনারগাঁ বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান, রেজাউল করিম, কাজী মনিরুজ্জামান, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু ইউসুফ খান টিপু, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, সদস্য সচিব মশিউর রহমান রনি প্রমুখ।
এ সময় তিনি আরও বলেন, ২০২৪ সালে স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের মাধ্যমে ছাত্র জনতার গণঅভ্যুত্থান হয়েছে। তবে এই বিজয়ের সাথে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের তুলনা হতে পারে না। বিএনপি সবসময় দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে এবং এখনও করছে।
গিয়াসউদ্দিন বলেন, মাত ১ মাসের আন্দোলনে স্বৈরাচারের পতন হয়নি। যখন আন্দোলন চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় এবং সর্বস্তরের মানুষ রাজপথে নামে, তখনই স্বৈরাচার প্রাণভয়ে পালিয়ে যায়।
তিনি সরকারকে উদ্দেশে বলেন, আপনারা জনসমর্থিত সরকার হতে পারেন, কিন্তু নির্বাচিত সরকার নন। স্বৈরশাসনের সময় যারা অত্যাচার, লুটপাট ও অর্থ পাচার করেছে, তাদের বিচার করতে হবে। এই বিচার নিশ্চিত করা গেলে ভবিষ্যতে প্রশাসন বা রাজনৈতিক নেতাকর্মীরা অন্যায় কাজে লিপ্ত হবে না।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে ৩১ দফা রাষ্ট্র সংস্কারের কর্মসূচি ঘোষণা করেছেন। কিন্তু সরকার এই সংস্কারের কথা বলে জাতীয় নির্বাচন বিলম্বিত করতে চায়, যা গ্রহণযোগ্য নয়। নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নিতে হবে, তারা আগে স্থানীয় নির্বাচন নাকি জাতীয় নির্বাচন দেবে।
✪ Chief Adviser, Prabir Kumar Saha, ✪ Chief Advisor, Masuduzzaman Masud ✪ Adviser- Mohammad Kamrul Islam, ✪Editor & publisher- Mohammad Islam.☞Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.