বিশেষ প্রতিবেদক।।
নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে মামলার জামিননামা দাখিলের জন্য ঘোরাঘুরি করার সময় আটক, জেলা কৃষকলীগের সাবেক সভাপতি এবং সাবেক পিপি অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন, পাশে ছিলেন তার বিয়াই সাংবাদিক ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদের বিজ্ঞ আদালতে ওয়াজেদ আলী খোকন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যা মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিননামা করেন। সেই সাথে বিজ্ঞ আদালত তার জামিননামা গ্রহণ করে আগামী ৩রা মার্চ শুনানীর দিন ধার্য্য করেন।
আর এঔ আইনি প্রক্রিয়া চলাকালিন পুরো সময়জুড়েই ওয়াজেদ আলী খোকনের পাশে ছিলেন তার বিয়াই সিনিয়র সাংবাদিক ও এ্যাডভোকেট মাহববুর রহমান মাসুম।
একদিকে নারায়ণগঞ্জের সন্ত্রাস বিরোধী ত্বকী মঞ্চের অন্যতম এ নেতা মাহবুবুর রহমান মাসুম নিয়মিত ওসমান পরিবারের তীব্র নিন্দা ও বিষোদাগার করেন। অপরদিকে তারই বিয়াই সাবেক পিপি ওয়াজেদ আলী খোকন হলেন শামীম ওসমানের ঘনিষ্ঠ সহচর ও বন্ধুদের একজন।
তথ্য সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যা মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিননামা দাখিলকে কেন্দ্র করে এদিন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের কার্যক্রমের শুরুতেই আসেন ওয়াজেদ আলী খোকন। সেই সাথে এজলাসের পিছনে বসে থাকেন। এসময় তার সাথে ছিলেন জুনিয়র অ্যাডভোকেট মনিরুজ্জামান কাজল ও অ্যাডভোকেট মো. আব্দুর রউফ মোল্লা।
এসময় দেখা গেছে বিএনপিপন্থী অনেক সিনিয়র আইনজীবীদের সাথে অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকনের সাথে কুশল বিনিময় করতে। সেই সাথে বিজ্ঞ আদালতে তার জামিননামা দাখিল করে শুনানী করতে চাইলে আদালত আগামী ৩ মার্চ শুনানীর দিন ধার্য্য করেন। এর পরবর্তীতে জেলা ও দায়রা জজ আদালত ত্যাগ করার সময় আটক হন।
প্রসঙ্গত উল্লেখ্য যে, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকাকালিন সময়ে সাবেক পিপি অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন মহানগর আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ছিলেন। একই সাথে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক প্রভাবশালী এমপি শামীম ওসমানের ঘনিষ্ট সহচর ছিলেন। সর্বশেষ তিনি এবং তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলা হওয়ায়পাবলিক প্রসিকিউটরের(পিপি) দায়িত্ব থেকে সড়ে যান।
এ বিষয়ে আদালতের বর্তমান পাবলিক প্রসিকিউটর(পিপি) অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির বলেন, অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন আদালতে জামিননামা দাখিল করতে এসেছিলেন। আদালত আগামী ৩ মার্চ শুনানীর দিন ধার্য করেছেন। এছাড়া আদালতে অন্য আর কোনো ধরনের ঘটনার খবর এ মূহুর্তে কিছুই বলতে পারছি না। আমার জানাও নেই!
◑ Chief Adviser ☞ ◑ Adviser☞ Mohammad Kamrul Islam
◑Editor & publisher ☞ Mohammad Islam ✪Head office:-Motijheel C/A, Dhaka-1212,
✪Corporate office:-B.B Road ,Chasara, Narayanganj-1400, ✆Tell-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126
◑web:www.samakalinkagoj.com. ✪For news:(Online & Print)samakalinkagojnews@gmail.com,
✪For advertisements:-ads.samakalinkagoj@gmail.com✪For Editor & publisher:-editorsamakalinkagoj@gmail.com.✆Cell: +8801754-605090(Editor)☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
☞সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪ রেজি ডি/এ নং-৬৭৭৭
◑ All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority>(© সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ)
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.