প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৫, ৩:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০২৫, ১২:৫৪ পি.এম
সরস্বতী দেবীকে বিদায়ের মধ্যে দিয়ে পঞ্চমী তিথি পূর্ন হলো
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি।।
সনাতন শাস্ত্র মতে, মাঘ মাসের পঞ্চমী তিথির শুক্লপক্ষে দেবী সরস্বতীর আরাধনা করা হয়। সোমবার (৩রা ফেব্রুয়ারি) সনাতন ধর্মাবলম্বীরা পালন করছেন বিদ্যা দেবীর আরাধনা কল্পে।
শ্রীমঙ্গলের সবুজবাগে লালবাগ যুব কিশোর সংঘ এবার ধান দিয়ে ব্যতিক্রমী সরস্বতী প্রতিমা তৈরি করে সাড়া ফেলেছেন উদয় পাল ও গৌর পাল। ২১ ফুট উঁচু এ ধানের সরস্বতী প্রতিমাটি তৈরি করতে সময় লেগেছে প্রায় একমাস।
প্রতিমা তৈরির কারিগর উদয় পাল ও গৌর পাল জানিয়েছেন, শ্রীমঙ্গলে এই প্রথম আমরা ধান দিয়ে সরস্বতী প্রতিমা তৈরি করেছি। মানুষের প্রশংসা পেয়ে অনেক ভালো লাগছে।
শেষ সময় পর্যন্ত কমলগঞ্জেও দেখা গেছে, শেষ মুহূর্তে দিন-রাত প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। শিক্ষার্থীরা দেবীর আশীর্বাদ লাভের আশায় প্রতিবছর সরস্বতী দেবীর পূজা করে থাকেন। এ পূজা হিন্দুধর্মবালম্বীদের ঘরে ঘরেও করা হয়।
শ্রীমঙ্গল-কমলগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও হচ্ছে সরস্বতী পূজা। শিক্ষা প্রতিষ্ঠানের বাইরেও মাষ্টার পাড়া আর/এ, পরম যুব সংঘ, পল্লী সংঘ, দেবীদূত ছাত্র পরিষদ, দেবাঙ্গন ছাত্র পরিষদ পূজা অর্চনা আয়োজন করেছে। কয়েক স্থানে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান মালায় দর্শকদের মাতিয়ে রাখে। এতে অংশ নিচ্ছেন শিল্পী ও সাংস্কৃতিক সংগঠন। কথা হয় ধান দিয়ে তৈরি করা প্রতিমা তৈরির আয়োজক কমিটির সভাপতির সাথে....
শীত উপেক্ষা করে নর নারীর উপস্থিতি ছিল বেশ চোখে পড়ার মত। এদিকে প্রতিমা তৈরির শিল্পী প্রতিদিন মধ্যরাত পর্যন্ত প্রতিমা তৈরি করায় ব্যস্ত সময় পার করেছেন তারা। সরস্বতী দেবীর প্রতিটি প্রতিমা সর্বনিম্ন ১ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়েছে বলেও জানান তিনি।
দাম বাড়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আগে প্রতিটা জিনিষের দাম কম ছিল, এখন দাম বাড়ছেই শুধু। নিত্যপণ্যের বাজারে প্রতিমা তৈরির জিনিসপত্র মূল্য উচ্চ হারে বেড়ে চলেছে।
৪ঠা ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল ৩টার সময় জেলার প্রতিটি উপজেলায় বিদ্যার দেবী সরস্বতী বিভিন্ন কলেজ, বিদ্যালয় এবং প্রতিষ্ঠান এর পূজা কমিটির সভাপতি সম্পাদক সহ নারী, পুরুষ, শিশু শিক্ষার্থীদের উপস্থিতি ও নাচে গানে বাজনা বাজিয়ে শোভাযাত্রার আয়োজনের মধ্যে দিয়ে শহর প্রদক্ষিণ করে সরস্বতী পূজার আয়োজন সমাপ্তি ও পঞ্চমী তিথি বিদায়। শোভাযাত্রায় আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তায় ছিলেন শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল।
দেবী সরস্বতী পূজার মধ্য দিয়ে জ্ঞান, বিদ্যা, সংস্কৃতি ও শুদ্ধতার প্রকাশ হোক এই প্রার্থনা করছেন ভক্তরা।
(Editor & Publisher)
Head office:-Motijheel C/A, Dhaka-1212,
Corporate office:-B.B Road ,Chasara, Narayanganj-1400, Tell-02-47650077,02-2244272 Cell:+88-01885-000124,01885-000126
web:www.samakalinkagoj.com. For news:(Online & Print)
samakalinkagojnews@gmail.com, news.samakalinkagoj@gmail.com
For advertisements:-ads.samakalinkagoj@gmail.com
For publisher & editor:-editorsamakalinkagoj@gmail.com. Cell: +8801754-605090(Editor)
☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪ রেজি ডি/এ নং-৬৭৭৭
© All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority>(© সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ)
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.