বিশেষ প্রতিবেদক।।
অবশেষে বিদেশে পালাতে গিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গোয়েন্দার হাতে আটক শামীম ওসমানের শ্যালক টিটুর অন্যতম সহযোগী এস এম রানা গ্রেপ্তার।
নারায়ণগঞ্জের শামীম ওসমান ও শ্যালক তানভীর আহম্মেদ টিটুর নির্দেশে নারায়ণগঞ্জ ক্লাব লিঃ এর সহ-সভাপতি এস এম রানার নেতৃত্বে ১৯শে জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর নির্বিচারে হামলা ও গুলিবর্ষণের অন্যতম আরেক পলাতক অপরাধী ও একাধীক মামলার আসামী পালানোর সময় এস এম রানাকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বিদেশে পালিয়ে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নারায়ণগঞ্জ জেলা পিটিআই এসএম রানাকে গ্রেপ্তার করে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার পিটিআই পুলিশ সুপার(এসপি) মোস্তফা কামাল রাশেদ, বিপিএম।
সিবিআই পুলিশ সুপার জানান, তথ্য প্রযুক্তি মাধ্যমে বিদেশে পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়েছে। নারায়ণগঞ্জ সদর থানা ও ফতুল্লা মডেল থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব থাকা হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত শেষে তাকে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে হস্তান্তর করা হবে বলেও জানান এ কর্মকর্তা।
জানা গেছে, এসএম রানা নাসিক ১৮ নং ওয়ার্ডের তামাকপট্রি এলাকার কমল সরদার ড্রাইভারের বড় ছেলে। নারায়ণগঞ্জের চিহ্নিত গডফাদার পলাতক শামীম ওসমানের শ্যালক আরেক অপরাধের জগতের গডফাদার ছাত্র-জনতা উপর হামলাকারী মাষ্টারমাইন্ড তানভীর আহমেদ টিটুর অন্যতম সহযোগী ব্যবসায়ীক পাটনার ও অপরাধজগতের ক্যাশিয়ার ড্রাইভার পুত্র এস রানা।
প্রসঙ্গত,গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনে নারায়ণগঞ্জ ক্লাব লিঃ থেকে তার নেতৃত্বে আগ্নেয়াস্ত্র, দেশী অস্ত্রশস্ত্র সহ সজ্জিত হয়ে ছাত্র-জনতার আন্দোলন দমানোর জন্য নির্বিচারে এলোপাতাড়ি গুলি বর্ষণ করেন। সে সময় এস এম রানাকে ক্লাব থেকে সকল সন্ত্রাসীদের ডাকতে ও দেখা গেছে এবং তার ব্যবহত অস্ত্রে ম্যাগাজিন লোড করতেও দেখা যায় ভিডিও ফুটেজে। যা একাধিক গণমাধ্যমে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে।
এছাড়াও নারায়ণগঞ্জ ক্লাব লিঃ এর অর্থ আত্মসাৎতের কেলেঙ্কারির অন্যতম সহযোগী এসএম রানা। জেলা প্রশাসক অফিস গেইটে ৪২ লাখ কান্ডের মূল হোতা এই রানা। আওয়ামীলীগ সরকারের শাসনামলের পুরো সময় জুড়ে শামীম ওসমানের শ্যালক তানভীর আহমেদ টিটু পালিয়ে যাওয়ার পর এসএম রানার আরেক ব্যবসায়ীক পাটনার বিসিরি সভাপতি ফারুক আহমেদের সহযোগীতায় প্রকাশ্যে ঘুরতেন।এরপর তাকে নিয়ে বিতর্ক শুরু হলে আত্মগোপনে চলে যায়।
সূত্র মতে জানা গেছে, কথিত কিছু বিএনপির নেতাদের যোগসাজশে ব্যক্তিগত আক্রোশে অনেককে জড়ানো হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের হত্যা মামলায়। বর্তমানে এসএম রানা নারায়ণগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)তে রয়েছে।
◑ Chief Adviser ☞ ◑ Adviser☞ Mohammad Kamrul Islam
◑Editor & publisher ☞ Mohammad Islam ✪Head office:-Motijheel C/A, Dhaka-1212,
✪Corporate office:-B.B Road ,Chasara, Narayanganj-1400, ✆Tell-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126
◑web:www.samakalinkagoj.com. ✪For news:(Online & Print)samakalinkagojnews@gmail.com,
✪For advertisements:-ads.samakalinkagoj@gmail.com✪For Editor & publisher:-editorsamakalinkagoj@gmail.com.✆Cell: +8801754-605090(Editor)☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
☞সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪ রেজি ডি/এ নং-৬৭৭৭
◑ All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority>(© সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ)
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.