প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৭, ২০২৫, ৩:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২, ২০২৫, ৫:৫৫ পি.এম
বিশ্বের বয়স্ক পুরুষ রাম সিং শ্রীমঙ্গলে

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষের দেখা মিললো। আর সে বয়স্ক মানুষটি রাম সিং গড় নামের ১১৯ বছরের বৃদ্ধ একটি পাতা দুটি কুঁড়ি'র পরিবেশে চা বাগানে বসবাস। তার নির্বাচন কমিশন কতৃক জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, তিনি ৬ই আগস্ট ১৯০৫ সালে জন্মগ্রহণকারী রাম সিং গড়। বর্তমানে তিনি শ্রীমঙ্গল উপজেলার মেকানীছড়া চা বাগানে সন্তান ও নাতিপুতির সাথে বসবাস করছেন।
রাম সিং গড় বয়সের ভারে দুর্বল হলেও তিনি এখনো দিব্বি চলাফেরা করতে সক্ষম এবং বিষ্ময়কর বিষয় চশমা ছাড়াই সকল কিছু পড়তে পারেন। তিনি নিজেই ঘরের দৈনন্দিন কাজকর্ম করেন এবং বাঁশ ও বেত দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করেন। তার জীবনযাপন অত্যন্ত প্রাকৃতিক, তিনি ছড়ার পানি পান করেন এবং কাঁচা খাবার খাওয়া দাওয়া করেন, যা তার দীর্ঘায়ুতে ভূমিকা রাখে বলে তিনি আত্মবিশ্বাস রেখে বলেন।
রাম সিং গড়ের পরিবারের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। তার দাদা ও বাবা ভারতের জবলপুর থেকে এসে বাংলাদেশে চা শ্রমিক হিসেবে কাজ শুরু করেছিলেন। তিনি নিজেই জঙ্গল কেটে হরিণছড়া চা-বাগান প্রতিষ্ঠা করেন। প্রথম বিশ্বযুদ্ধের সময় তিনি চা বাগানের চৌকিদার ছিলেন এবং এই যুদ্ধের স্মৃতিও তার মনের গভীরে জেগে রয়েছে।
তিনি শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছেন এবং তখনকার শ্রীমঙ্গল শহরের অবস্থাও তার স্মৃতিতে ভাসে। প্রাচীন শ্রীমঙ্গল এবং ত্রিপুরা রাজ্যের স্মৃতিগুলো আজও তার মনের কোণে গেঁথে আছে।
তার ছেলে জগদীশ জানান, তার বাবা এখনো প্রতিদিন প্রায় তিন কিলোমিটার হাঁটেন এবং বাঁশের জিনিসপত্র তৈরি করে ঘরের কাজে ব্যবহার করেন। বর্তমানে রাম সিং গড়ের পরিবারে ৭০ জনেরও বেশি সদস্য রয়েছে।
রাম সিং গড়ের ছেলে জগদীশ এবং শ্রীমঙ্গলের প্রবীণ শিক্ষক দ্বীপেন্দ্র ভট্টাচার্য্য মনে করেন যে, রাম সিং গড়ের বয়স এবং তার ইতিহাস পৃথিবীর ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে। তারা চান, তার নাম গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্ত করা হোক।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন জানান, তিনি রাম সিং গড়ের সম্পর্কে তথ্য সংগ্রহ করবেন এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবেন। তার মতে, রাম সিং গড় শ্রীমঙ্গলের এক অমূল্য রত্ন, যার জীবন আমাদের জন্য এক অমূল্য শিক্ষা বহন করে।
প্রসঙ্গত, বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ হিসেবে রাম সিং গড়ের নাম গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্ত করার জন্য দাবি ওঠেছে।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.