প্রিন্ট এর তারিখঃ জুলাই ৪, ২০২৫, ১:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২, ২০২৫, ৫:১৮ এ.এম
বাউফলে যুবদল নেতার বাধায় ৭২ ঘণ্টা পর লাশ দাফন

পটুয়াখালী জেলা প্রতিনিধি।।
পটুয়াখালীর বাউফলে এক যুবদল নেতার বাধার কারণে নির্ধারিত কবরস্থানে এক নারীর লাশ দাফন করা সম্ভব হয়নি। প্রায় ২০ ঘণ্টা পর অন্য জায়গায় লাশ দাফন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে এলাকায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ওই যুবদল নেতার নাম মো. আহাদুল ইসলাম ওরফে টিপু খান (৪৮)। তিনি উপজেলার মদনপুরা ইউনিয়ন যুবদলের সভাপতি।
স্থানীয় বাসিন্দা ও নিহত পরিবারের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, মদনপুরা গ্রামের চৌকিদার পরিবার ও খান পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ দীর্ঘদিনের। শুক্রবার ( ৩১ জানুয়ারি) দুপুর ২টার দিকে মো. মতলেব চৌকিদারের স্ত্রী মোসা. রাশেদা বেগম (৬০) ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। তাকে মতলেব চৌকিদারের বড় ভাই ও ভাবির কবরের পাশে দাফন করার প্রস্তুতি নিচ্ছিলেন নিহতের স্বজনরা।
খবর পেয়ে যুবদল নেতা টিপু খান লোকজন নিয়ে তাতে বাধা দেন। নিরুপায় হয়ে মৃত নারীর স্বজনরা বাউফল থানায় যান। সেখানেও কোনো সুরাহা হয়নি। পরে শনিবার সকাল ৯টার দিকে মৃত ওই নারীর এক স্বজন আবদুল মতলেব গাজীর জায়গায় লাশ দাফন করা হয়।
মারা যাওয়া নারীর একমাত্র ছেলে মো. মাহফুজুর রহমান (৩৫) অভিযোগ করেছেন, তাদের পরিবারের সবার সিদ্ধান্ত ছিল পারিবারিক কবরস্থানে চাচা ও চাচির কবরের পাশে মায়ের লাশ দাফন করা হবে; কিন্তু যুবদল নেতা টিপু খানের কারণে তা সম্ভব হয়নি।
এ বিষয়ে যুবদল নেতা মো. আহাদুল ইসলাম সাংবাদিকদের বলেন, যেখানে কবর দিতে চেয়েছিলেন, সেই জমি নিয়ে আদালতে মামলা চলমান। কোনো বাধা দেইনি, মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত ওই জমিতে কোনো কার্যক্রম না করার জন্য বলছি।
◑ Chief Adviser ☞ ◑ Adviser☞ Mohammad Kamrul Islam
◑Editor & publisher ☞ Mohammad Islam ✪Head office:-Motijheel C/A, Dhaka-1212,
✪Corporate office:-B.B Road ,Chasara, Narayanganj-1400, ✆Tell-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126
◑web:www.samakalinkagoj.com. ✪For news:(Online & Print)samakalinkagojnews@gmail.com,
✪For advertisements:-ads.samakalinkagoj@gmail.com✪For Editor & publisher:-editorsamakalinkagoj@gmail.com.✆Cell: +8801754-605090(Editor)☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
☞সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪ রেজি ডি/এ নং-৬৭৭৭
◑ All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority>(© সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ)
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.