বিশেষ প্রতিবেদক।।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, গত ১৭ বছর আমরা তিনটি মূল দাবিতে রাজপথে আন্দোলন করেছি শেখ হাসিনার পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ নির্বাচন এবং তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনা। এর মধ্যে শেখ হাসিনা জনগণের প্রতিরোধে বিতাড়িত হয়েছেন, কিন্তু বাকি দুই দাবি এখনো পূরণ হয়নি।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে শহরের মিশনপাড়া এলাকায় নবাব সলিমুল্লাহ সড়কের উপর বিশাল জনসভায় নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধের দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ও ফ্যাসিবাদ মোকাবিলার দাবিতে দেশব্যাপী বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জনসমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুন মাহমুদ বলেন, আমরা আগেই বলেছি, যতক্ষণ পর্যন্ত দাবি পূরণ না হবে, আমরা রাজপথ ছাড়বো না। তাই আজও আমরা রাজপথে আছি এবং থাকবো।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করুন। দেশের জনগণ ১৭ বছর ধরে যে সংগ্রাম করেছে, যে রক্ত দিয়েছে, তার প্রতি সম্মান জানান। নতুবা আমরা রাজপথে থেকেই জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করতে বাধ্য করবো।
তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনার সব ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটা আমাদের ন্যায্য দাবি।
যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীবের সঞ্চালনায় অনুষ্ঠিত এই জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
এছাড়াও আরও উপস্থিত থেকে বক্তব্য দেন, ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহম্মেদ টিুট, কেন্দ্রীয় সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন, সোনারগাঁ বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান, রেজাউল করিম, কাজী মনিরুজ্জামান, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু ইউসুফ খান টিপু, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, সদস্য সচিব মশিউর রহমান রনি প্রমুখ।
(Editor & Publisher)
Head office:-Motijheel C/A, Dhaka-1212,
Corporate office:-B.B Road ,Chasara, Narayanganj-1400, Tell-02-47650077,02-2244272 Cell:+88-01885-000124,01885-000126
web:www.samakalinkagoj.com. For news:(Online & Print)
samakalinkagojnews@gmail.com, news.samakalinkagoj@gmail.com
For advertisements:-ads.samakalinkagoj@gmail.com
For publisher & editor:-editorsamakalinkagoj@gmail.com. Cell: +8801754-605090(Editor)
☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪ রেজি ডি/এ নং-৬৭৭৭
© All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority>(© সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ)
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.