প্রিন্ট এর তারিখঃ জুলাই ৪, ২০২৫, ১১:০২ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৭, ২০২৫, ৪:২৯ এ.এম
টেকনাফে বিজিবি-২’র বিশেষ অভিযানে চার লক্ষ পিস ইয়াবা উদ্ধার

ফরহাদ রহমান,টেকনাফ প্রতিনিধি।।
কক্সবাজার টেকনাফের নয়া পাড়া নাফ নদীর সীমান্তে অভিযানে চার লক্ষ পিস ইয়াবা উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)
ভারপ্রাপ্ত অধিনায়ক
মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ, পিএসসি
গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১.৩০ ঘটিকায় টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ নয়াপাড়া বিওপি’র গোপন সংবাদের মাধ্যমে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা যায় যে,
নয়াপাড়া নাফ নদীর তীরবর্তী আদমের জোড়া এলাকায় মায়ানমার হতে মাদকের একটি বড় চালান নিয়ে
মাদক কারবারীদের সম্ভাব্য গতিবিধি বিশ্লেষণ করে গভীর রাতে নাফ নদীতে অজ্ঞাত পাচারকারীদের আনাগোনা লক্ষ্য করে ব্যাটালিয়ন সদর এবং নোয়াপাড়া বিশেষ ক্যাম্প হতে পৃথক দুইটি বিশেষ অভিযানদল ওই এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে। ৪-৫ জন ব্যক্তি নৌকাযোগে নাফ অপর পার্শ্ব হতে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে তীরবর্তী কেওড়া জঙ্গলের ভিতর দিয়ে মাদক পাচার কালে, আগে থেকেই ওঁত পেতে থাকা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা জলাভূমি ও জংগল দিয়ে রাতের আঁধারে নৌপথে সীমান্তের ওপারে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অধিনায়ক, ২ বিজিবি'র নেতৃত্বে সম্পূর্ণ এলাকা অবরুদ্ধ করে অভিযানরত বিজিবি সদস্যরা দীর্ঘ সময় তল্লাশী শেষে কেওড়া জঙ্গল, নদীর তীর এবং তৎসংলগ্ন বিভিন্ন স্থানে পাচারকারীদের ফেলে যাওয়া ও কর্দমাক্ত স্থানে পুঁতে রাখা চারটি (বিশেষভাবে মোড়কজাত) ব্যাগ ও বস্তার ভিতরে চার লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সমর্থ হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য প্রচলিত আইন অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে এবং মাদক পাচারের সাথে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের কার্যক্রম চলমান।
টেকনাফের জনমনে স্বস্তি ও শান্তি বজায় রাখতে সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমনসহ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
◑ Chief Adviser ☞ ◑ Adviser☞ Mohammad Kamrul Islam
◑Editor & publisher ☞ Mohammad Islam ✪Head office:-Motijheel C/A, Dhaka-1212,
✪Corporate office:-B.B Road ,Chasara, Narayanganj-1400, ✆Tell-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126
◑web:www.samakalinkagoj.com. ✪For news:(Online & Print)samakalinkagojnews@gmail.com,
✪For advertisements:-ads.samakalinkagoj@gmail.com✪For Editor & publisher:-editorsamakalinkagoj@gmail.com.✆Cell: +8801754-605090(Editor)☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
☞সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪ রেজি ডি/এ নং-৬৭৭৭
◑ All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority>(© সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ)
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.