প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৩, ২০২৫, ১:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২০, ২০২৫, ২:২৫ এ.এম
এইপিজেড’এ অসুস্থ শ্রমিককে ছুটি না দেয়ায় কারখানাতেই মৃত্যু কোলে ঢলে পড়ে
মোঃ লিটন চৌধুরী সিদ্ধিরগঞ্জ (না'গঞ্জ) প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ আদমজী ইপিজেডে ‘অনন্ত এপারেলস লিঃ’ নামে একটি পোশাক কারখানায় কর্মরত মোসাঃ লিমা আক্তার (৩০) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। শ্রমিকদের অভিযোগ, অসুস্থ বোধ করায় নিহত ঐ নারী শ্রমিক কারখানা কর্তৃপক্ষের কাছে ছুটি চাইলে কর্তৃপক্ষ তাকে ছুটি প্রদান করেনি। যার ফলে কারখানাতেই তার মৃত্যু হয়। অন্যদিকে কারখানা কর্তৃপক্ষ বলছে অসুস্থ ঐ নারী শ্রমিককে তাদের নিজস্ব এম্বুল্যান্সযোগে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়েছে।
নিহত মোসাঃ লিমা আক্তার কুমিল্লার দেবিদ্বার থানাধীন চরবকল গ্রামের বাসিন্দা কাউসারের স্ত্রী। সিদ্ধিরগঞ্জের কদমতলী গ্যাসলাইন এলাকায় একটি ভাড়া বাসায় স্বামী সহ পাঁচ বছরের একমাত্র কন্যা সন্তান নিয়ে থাকতো। অনন্ত এপারেলস লিঃ এ তিনি সিনিয়ির সুইং অপারেটর পদে চাকুরী করতো।
এদিকে বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল থেকে কাজে যোগদান না করে কারখানাটির শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ করে। দুপুরের দিকে কারখানা কর্তৃপক্ষ সকল শ্রমিকদের ছুটি ঘোষণা করে।
বিক্ষোভে অংশ নিয়ে লিমা আক্তারে সহকর্মীরা জানান, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে অসুস্থ বোধ করায় লিমা আক্তার কারখানা কর্তৃপক্ষের কাছে ছুটি চায়। কিন্তু কর্তৃপক্ষ তাকে ছুটি না দিয়ে কাজে যোগদান করতে বলে। পরে রাত ৯টার দিকে অসুস্থ লিমা আক্তার কর্মস্থলেই মৃত্যুবরণ করেন। কারখানা ম্যানেজমেন্টের অবহেলার কারণেই লিমা আক্তারের মৃত্যু হয়েছে।
লিমা আক্তারের স্বামী কাউসার বলেন, আমার স্ত্রী অসুস্থ্য থাকায় গতকাল কারখানায় যেতে চায় নি। পরে কারখানা থেকে ফোন করে আমার স্ত্রীকে কাজে নিয়ে যায়। আমার স্ত্রী তাদের কাছে ছুটি চাইলেও তারা ছুটি দেয়নি। রাতে খবর পাই আমার স্ত্রী মারা গেছে।
এ বিষয়ে অনন্ত এপারেলস লিঃ এর এইচআর এডমিন নাজমুল হককে ফোন করা হলে তিনি মিটিংয়ে আছেন বলে জানান।
আদমজী বেপজার জিএম মাহবুব আলম সিদ্দিককে ফোন করা হলে তিনি ফোন কেটে দেন।
(Editor & Publisher)
Head office:-Motijheel C/A, Dhaka-1212,
Corporate office:-B.B Road ,Chasara, Narayanganj-1400, Tell-02-47650077,02-2244272 Cell:+88-01885-000124,01885-000126
web:www.samakalinkagoj.com. For news:(Online & Print)
samakalinkagojnews@gmail.com, news.samakalinkagoj@gmail.com
For advertisements:-ads.samakalinkagoj@gmail.com
For publisher & editor:-editorsamakalinkagoj@gmail.com. Cell: +8801754-605090(Editor)
☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪ রেজি ডি/এ নং-৬৭৭৭
© All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority>(© সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ)
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.