রমজানে খাদ্যে ভেজাল মিশ্রণ বা পণ্য মজুদারের বিরুদ্ধে জেলা প্রশাসন কঠোর অবস্থানে..!
বিশেষ প্রতিনিধি।।
রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য সামগ্রী মজুদ কিংবা ভেজাল করলে কাউকে কোনো ভাবে ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা টাস্কফোর্স কমিটি’র আসন্ন রমজান বিষয়ক সভায় তিনি বলেন, পবিত্র রমজান মাসকে ঘীরে আমরা আশা করি কোনো ধরনের পণ্যে ভেজাল থাকবে না বা দাম বাড়বে না। আমরা কারো মর্যাদায় আঘাত করতে চাই না, তবে যদি কেউ খাদ্যে ভেজাল মিশ্রণ বা পণ্য মজুদ করে, তাহলে তার বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, রমজান মাসে কেউ যদি খাদ্য সর্বরাহে কৃত্রিম সংকট তৈরি করে, তাহলে তার কঠোরতম শাস্তি নিশ্চিত করা হবে।
অতএব ব্যবসায়ীদের প্রতি আমাদের বিশেষভাবে অনুরোধ থাকবে, তারা যেন এ ধরনের অনৈতিক সিন্ডিকেট তৈরির কাজ থেকে বিরত থাকেন।
আপনারা কেউ যদি এমন কোনো কাজের তথ্য পান, তাহলে দ্রুত প্রশাসনকে জানান। কোনো একজনের কারণে পুরো ব্যবসায়ী সমাজের দুর্নাম হোক, এটা আমরা চাই না।আমাদের কাম্য নয়।
ডিসি আরও বলেন, উন্নত বিশ্বে রমজানের সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমিয়ে দেওয়া হয়, যাতে সবাই আনন্দের সঙ্গে উৎসব পালন করতে পারে। কিন্তু আমাদের দেশে ঠিক উল্টো অমানবিক ঘটনা ঘটে। বছরের অন্য সময় তো ব্যবসায়ীরা মুনাফা করেন, রমজানে কেন সবাই একসঙ্গে রমজান উৎসব পালন করতে পারবে না?
হোটেল ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, রমজানে রাস্তা দখল করে দোকান বসানো চলবে না। এতে যানজট সৃষ্টি হয় এবং জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটে। গুরুতর অসুস্থ মানুষদের দ্রুততম সৃয়ে হাসপাতালে চিকিৎসার জন্য পৌঁছাতে সমস্যা হয়। রমজানে যান চলাচল স্বাভাবিক রাখতে আমরা কাজ করছি এবং সবার সহযোগিতা কামনা করছি।
খাদ্যে ভেজাল রোধে নৈতিকতা গঠনের ওপর জোর দিয়ে জেলা প্রশাসক বলেন, আমি যে খাবার নিজে খাই না, তা অন্যের কাছে বিক্রি করি কীভাবে? আমাদের সকলকে নীতি নৈতিকতা জাগ্রত করতে হবে। উন্নত দেশে এসব দেখা যায় না, কারণ তাদের সমাজে এসব নিয়ন্ত্রণে নৈতিকতা তৈরি হয়েছে। আমাদের সমাজকেও সেই পর্যায়ে নিয়ে যেতে হবে।
এসময় সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হুসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাকিব-আল-রাব্বি, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সচিব (উপসচিব) কুতুবুল আলম, মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামীর সাবেক মহানগর আমীর মইনুদ্দিন আহমেদ, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল প্রমুখ।
(Editor & Publisher)
Head office:-Motijheel C/A, Dhaka-1212,
Corporate office:-B.B Road ,Chasara, Narayanganj-1400, Tell-02-47650077,02-2244272 Cell:+88-01885-000124,01885-000126
web:www.samakalinkagoj.com. For news:(Online & Print)
samakalinkagojnews@gmail.com, news.samakalinkagoj@gmail.com
For advertisements:-ads.samakalinkagoj@gmail.com
For publisher & editor:-editorsamakalinkagoj@gmail.com. Cell: +8801754-605090(Editor)
☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪ রেজি ডি/এ নং-৬৭৭৭
© All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority>(© সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ)
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.