স্টাফ করেসপন্ডেন্ট।।
বর্ণাঢ্য আয়োজনে উৎসব মূখর পরিবেশে খ্যাতিমান দেশি-বিদেশি গুনিজনের পদচারণ মূখরিত 'মায়ের আচল সাহিত্য সামাজিক মৈত্রী পরিষদ' (মাআসাপ) বাংলাদেশ এর ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) শহরের প্রানকেন্দ্র চাষাড়াস্থ কেন্দ্রীয় শহীদ মিনার মঞ্চে বেলা ২:৩০ মিনিট থেকে চারটি ধাপে আন্তর্জাতিক সাহিত্য সংস্কৃতি উৎসব ও মায়ের আঁচল স্বাধীনতা স্মৃতি সম্মাননা ২০২৪-২৫ প্রদান অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি- হারুন অর রশিদ সাগর এর সঞ্চালনা ও পরিচালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক দেশের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং জাসাস কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহবায়ক আনিসুল ইসলাম সানি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যান্সার গবেষক ও দৈনিক দেশজগত পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক, হবিগঞ্জ রেসিডেন্সি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ডাক্তার এস এম সরওয়ার, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ও সাবেক নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ডঃ রুমন রেজা।
এছাড়াও মায়ের আঁচল সংগঠনের কেন্দ্রীয় পরিষদের উপদেষ্টা সম্পাদক প্রফেসর মোঃ আমির হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি হাজী মো শহীদুল্লাহ্ , কবি ও কথা সাহিত্যিক পেয়ারা বেগম, মেঘনা সাতানী মোঃ আলী মিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম, দৈনিক বিজয় এর সম্পাদক ও প্রকাশক সাব্বির আহমেদ সেন্টু, ৫০ ঊর্ধ্ব কফি হাউজ শেষ বেলা সংগঠনের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন মামুন, মায়ের আঁচলের উপদেষ্টা আলহাজ্ব জাহিদ বাহার শিপলু ,সুলতান আহমেদ মেমোরিয়াল ফাউন্ডেশন এর চেয়ারম্যান রোটারিয়ান ফেরদৌসী আক্তার রেহেনা, ফিরোজ কায়সার আজম,বিটিভি বেতার সংবাদ উপস্থাপক রবিউল মাশরাফি , ভারত থেকে আগত নদীয়া জেলা জঙ্গিপুর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক তরিকুল শেখ, সাধারণ সম্পাদক সাংবাদিক সাইদুল ইসলাম, কবি সাংবাদিক আব্দুল কাইয়ুম, আফগান আফগানিস্তানের কবি এ বি এম পাহলবী পাঠান । বাংলাদেশের বরিশাল আক্কেল আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ কবি মাসুদ আলম বাবুল, রংপুর থেকে সৈয়দা রোকসানা জামান শানু,মোঃ আল মনির, কাজী ইমরুল কায়েস, মোঃ লোকমান সেলিম, শাহনাহ মান্নান, নাজমুন নাহার ,আল আশরাফ বিন্দু ,ইঞ্জিনিয়ার সাজ্জাদ আহমেদ,কাউসার আলম আপন, এম এ রোমান কাসেম আলী ,লুৎফা জালাল ,জালাল উদ্দিন নালুয়া, মর্তুজা হোসেন ,চঞ্চল মেহমুদ কাশেম, নিরব রায়হান, কাজী আনিসুল হক, জয়নুল আবেদিন জয়, আবুল কালাম আজাদ, শফিকুল ইসলাম আরজু, শুকুর মাহমুদ জুয়েল, এস এ বিপ্লব, নাজমুল হুসাইন খান, মামুন বাবুল, সাবিনা ইয়াসমিন, ফরিদা ইয়াসমিন সুমনা, সাংবাদিক মোকলেসুর রহমান তোতা, ওমর ফারুক আল মামুন, কেফায়েত হোসেন সোহাগ, জহিরুল ইসলাম মিন্টু, বাপ্পি সাহা, বশির খান , সালাউদ্দিন আমির রাজলক্ষ্মী মোঃ লোকমান, ইয়াকুব কামাল, হাফিজা আক্তার সাথী, শাহনামার নাম, নাজমুন নাহার, বশির উদ্দিন, জামিল হোসেন ,তাসলিমা আক্তার, জান্নাতুল ফেরদৌস রুকু, ইকবাল হোসেন রোমেছ ,নুর ইসলাম বাদল ,এম আর সেলিম, মোঃ আজাদ আহমেদ জয়না ,কাউসার আলম আপন, মোঃ কাসেম আলী, সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ ,আনোয়ার জাদুকর, আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন ,এনামুল হক প্রিন্স, এ বি এম জাকারিয়, মোঃ ওমর ফারুক রানা, শ্রী সঞ্জয় বর্মন, আব্দুল্লাহ ,ইউসুফ শম্পা ইসলাম মিনা, শাহ আলম, খান মাহমুদ ,গিয়াস উদ্দিন খন্দকার , শিমুল ,আপেল মাহমুদ, বুলেট ইঞ্জিনিয়ার মনির হোসেন, মনজুর আলম সহ আরো অন্যান্য অতিথিবৃন্দ,
অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা এবং দেশ বিদেশের কবি সাংবাদিক এবং গুণীজনদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে ২০ জনকে গুণীজনের মাঝে মায়ের আঁচল স্বাধীনতা স্মৃতি সম্মাননা ২০২৫ প্রদান করা হয়। এছাড়া আগত কবি সাহিত্যিকদেরকে বিভিন্নভাবে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানের শুরুতে কেক কেটে ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে করাসহ হালকা নাস্তার ব্যবস্থা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি হয়।
অনুষ্ঠানের শুরুতে সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব আব্দুর রহিম এর পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে সংগঠনের প্রয়াত উপদেষ্টা সাংবাদিক তোফাজ্জল হোসেন, নাট্যকার বাহাউদিন ভুলু সহ সকল শহীদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা সহ জাতীয় সংগীত এবং আবুল কালাম আজাদের উদ্বোধনীয় আবৃতির মধ্য দিয়ে অনুষ্ঠান সুচনা করা হয়। ।
◑ Chief Adviser ☞ ◑ Adviser☞ Mohammad Kamrul Islam
◑Editor & publisher ☞ Mohammad Islam ✪Head office:-Motijheel C/A, Dhaka-1212,
✪Corporate office:-B.B Road ,Chasara, Narayanganj-1400, ✆Tell-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126
◑web:www.samakalinkagoj.com. ✪For news:(Online & Print)samakalinkagojnews@gmail.com,
✪For advertisements:-ads.samakalinkagoj@gmail.com✪For Editor & publisher:-editorsamakalinkagoj@gmail.com.✆Cell: +8801754-605090(Editor)☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
☞সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪ রেজি ডি/এ নং-৬৭৭৭
◑ All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority>(© সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ)
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.