প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ৩:১২ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৪, ২০২৫, ৩:০৯ পি.এম
মানবিক জেলা প্রশাসক খ্যাত জাহিদুল ইসলাম মিঞার নারায়ণগঞ্জে যোগদান
স্টাফ করেসপন্ডেন্ট ।।
রাজবাড়ীর সাবেক জেলা প্রশাসক(ডিসি) দেশজুড়ে ‘মানবিক ডিসি হিসেবে ইতোমধ্যে খ্যাতিমান ও পরিচিত মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জের জেলা প্রশাসক(ডিসি) হিসেবে দায়িত্বভার গ্রহন করছেন।
মঙ্গলবার(১৪ জানুয়ারি) বিকেলে ঐতিহাসিক প্রাচ্যের ড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসাবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহন করেছেন।
এর আগে নারায়ণগঞ্জ জেলার বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক ফুল দিয়ে নতুন জেলা প্রশাসক কে বরণ করে নেন।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ডাঃ এ এফ এম মুশিউর রহমান,(সিভিল সার্জন) ড. মোঃ মনিরুজ্জামান, উপ-পরিচালক (উপসচিব), স্থানীয় সরকার, মুহম্মদ শামীম কিবরিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা), মো: মাশফাকুর রহমান অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), মো. আলমগীর হুসাইন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, মোঃ সাকিব-আল-রাব্বি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মোঃ জাহিদ হাসান সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রমুখ।
প্রসঙ্গত উল্লেখ্য যে, এরও আগে
গত ৯ ই জানুয়ারী নারায়ণগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পান মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২, শাখার উপ-সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এ নিয়োগ দেওয়া হয়।
গত বছরের ২ নভেম্বর জাহিদুল ইসলাম রাজবাড়ী জেলা প্রশাসক হিসেবে যোগ দিয়েছিলেন। একই বছরের ৩০ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা এক প্রজ্ঞাপনে তাকে রাজবাড়ী জেলা প্রশাসক(ডিসি) হিসাবে নিয়োগ দেওয়া হয়েছিল।
রাজবাড়ী জেলায় যোগ দিয়ে দায়িত্বভার গ্রহনের পর দ্রুতই তিনি জেলাজুড়ে জনবান্ধব ডিসি হিসেবে সুনাম ও খ্যাতি অর্জন করেন জাহিদুল ইসলাম। তিনি ধীরে ধীরে হয়ে উঠেছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্বজন এবং আহতদের একান্ত আস্থার ঠিকানা।
জেলার সকলের শেষ ভরসার স্থল হয়ে উঠেছিলেন তিনি। রাজবাড়ী জেলার শহীদের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের পরিবারের খোঁজ খবর নেয়া শুরু করেন যোগ দেওয়ার মাত্র দুই দিনের মাথায়। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করেছেন।
তখন অতি দ্রুততম সময়ে সারাদেশে মানবিক ডিসি হিসাবে পরিচিত লাভ করেন।
মানবিক ও জনবান্ধন জেলা প্রশাসক(ডিসি) হিসেবে পরিচিত পাওয়া জাহিদুল ইসলাম দুস্থদের কল্যানার্থে বাড়িতে বাড়িতে গভীর রাতে স্ব শরীরে উপস্থিত হয়ে উপহারসহ শীত বস্ত্র কম্বল পৌঁছে দেন ক্ষতিগ্রস্ত প্রায় চার হাজার পেঁয়াজ চাষিদের পাশে দাঁড়াতে সক্ষম হন।
এছাড়াও রাজবাড়ী জেলা কারাগারে বন্দিদের পুনর্বাসনের জন্য প্রশিক্ষনের ব্যবস্থা করেন জনবান্ধব এই কর্মকর্তা।
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় দৌলতদিয়া এলাকায় অবস্থিত দেশের বৃহত্তম যৌনপল্লীর শিশুদের স্বাস্থ্য সুরক্ষা ও শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে বিশেষ ভূমিকা পালন করেও সবার নজড় কাড়েন।
সেভ দ্য চিলড্রেনের অর্থায়নে কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) নামের একটি বেসরকারি এনজিও পরিচালিত স্কুলের কার্যক্রম ডিসেম্বর মাসে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল দাতা সংস্থা। তখন জেলা প্রশাসকের হস্তক্ষেপে যৌনপল্লীর শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় সংশ্লিষ্টদের মন্ত্রণালয় যোগাযোগ করে স্কুলের কার্যক্রম অব্যাহত রাখার ব্যবস্থা করে সদা তৎপর রাখেন এ কর্মকর্তা।
ডিসি জাহিদুল ইসলাম ১৯৭৯ সালের অক্টোবর মাসে টাঙ্গাইলের ভুয়াপুরে জন্মগ্রহণ করেন। বাবা অগ্রণী ব্যাংকের অবসরপ্রাপ্ত ম্যানেজার ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ চাঁদ মিঞা, একই সাথে উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন। মা-বাবার তিন সন্তানের মধ্যে জাহিদুল ইসলাম হচ্ছেন সবচেয়ে বড়।
ছাত্রজীবন থেকেই মেধার পরিচয় দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে থেকে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেন। একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট থেকে প্রথম বিভাগ কৃতিত্বের সঙ্গে রাশিয়ান ভাষায় ডিপ্লোমা অর্জন করেন। পরবর্তীতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বৃত্তির আওতায় আন্তর্জাতিক মানবসম্পদ ব্যবস্থাপনায় কৃতিত্বের সঙ্গে যুক্তরাজ্য থেকে এমএসসি ডিগ্রি অর্জন করেন।
২০০৬ সালে ২৫তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী কমিশনার হিসেবে লালমনিরহাট জেলায় যোগদান করেন। জেলার এনডিসি হিসেবে দীর্ঘ সময় লালমনিরহাট ও পরে নীলফামারী জেলায় দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে গাইবান্ধা জেলার পলাশবাড়ী ও মৌলভীবাজারের সদরে উপজেলায়ও দায়িত্ব পালন করেন। পদোন্নতিপ্রাপ্ত হয়ে মৌলভীবাজার জেলার কমলগঞ্জে এবং নোয়াখালী জেলার চাটখিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মদক্ষতার পুরস্কার হিসেবে কমলগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা থাকাকালীন ২০১৫ সালে জেলার শ্রেষ্ঠ সরকারি কর্মকর্তা হিসেবে পুরস্কৃত হন তিনি। পরে ১ বছরের জন্য শিক্ষা ছুটিতে যুক্তরাজ্যে গমন করেন।
নতুন জেলা প্রশাসক(ডিসি)যোগদান উপলক্ষে আগামীকাল বুধবার(১৫ জানুয়ারী) নারায়ণগঞ্জ জেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকগনের জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
(Editor & Publisher)
Head office:-Motijheel C/A, Dhaka-1212,
Corporate office:-B.B Road ,Chasara, Narayanganj-1400, Tell-02-47650077,02-2244272 Cell:+88-01885-000124,01885-000126
web:www.samakalinkagoj.com. For news:(Online & Print)
samakalinkagojnews@gmail.com, news.samakalinkagoj@gmail.com
For advertisements:-ads.samakalinkagoj@gmail.com
For publisher & editor:-editorsamakalinkagoj@gmail.com. Cell: +8801754-605090(Editor)
☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪ রেজি ডি/এ নং-৬৭৭৭
© All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority>(© সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ)
Copyright © 2025 Samakalin Kagoj. All rights reserved.