স্টাফ করেসপন্ডেন্ট।।
নারায়ণগঞ্জ জেলার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রাচীন ঐতিহ্যের ধারক বাহক হিসেবে সোনারগাঁ উপজেলা বিশেষ গুরুত্ব ধারন করে থাকে। তাই সোনারগাঁ'কে আধুনিক স্মার্ট উপজেলায় রূপান্তরিত করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন জেলা প্রশাসক (ডিসি)।
সোমবার(২৭ জানুয়ারি) জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট(ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সোনারগাঁ উপজেলা পরিদর্শন করেন। এসময় তাকে সাদরে বরণ করে নেন ভট্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলুদ রংয়ের ছোট সোনামণিরা।
এসময় জেলা প্রশাসক স্কুলের লেখাপড়া ও এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কার্যক্রম পরিদর্শন করেন ও শিক্ষার্থীদের মাঝে ফুটবল, ভলিবল, চেসবোর্ডসহ নানা ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।
এরপর বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ডিসি সোনারগাঁ থানার কার্যক্রম ও সেবার সার্বিক মান পর্যবেক্ষণ করেন। তিনি সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি উন্নয়ন ও সেবার মান বৃদ্ধির লক্ষ্যে পুলিশি তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ নির্দেশনা প্রদান করেন।
জেলা প্রশাসক(ডিসি) সোনারগাঁ পৌরসভা এলাকার ময়লা-আবর্জনা সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে বিভিন্ন হাট-বাজারসমূহে ডাস্টবিন বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করাসহ শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
তিনি সোনারগাঁ এসি ল্যান্ড অফিসে উপস্থিত ভূমি সেবাপ্রার্থীদের সাথে সাক্ষাৎ করেন ও সর্বোচ্চ আন্তরিকতার সাথে ভূমিসেবা প্রদানের জন্য কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দেন।
জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়, সোনারগাঁয় আগত সেবা প্রত্যাশীদের জন্য অপেক্ষামান কক্ষ 'ক্ষনিকালয়' ও উপজেলা লনটেনিস কোর্টেরও শুভ উদ্বোধন করেন।
সবশেষে তিনি সোনারগাঁ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন ও সার্ভিস ইনোভেশনের মাধ্যমে সোনারগাঁকে একটি পরিচ্ছন্ন ও স্মার্ট উপজেলায় পরিনত করার জন্য সকলের ঐকান্তিক সহযোগিতা সহ একত্রে কাজ করার আহবান জানান।
✪ Chief Adviser, Prabir Kumar Saha, ✪ Chief Advisor, Masuduzzaman Masud ✪ Adviser- Mohammad Kamrul Islam, ✪Editor & publisher- Mohammad Islam.☞Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.