প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২১, ২০২৫, ৬:১২ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৫, ৫:৫৫ পি.এম
সুন্দরগঞ্জের এমপি হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি কর্নেল কাদের মারা গেছেন
ফেরদৌস আলম,গাইবান্ধা প্রতিনিধি।।
বহুল আলোচিত ও চাঞ্চল্যকর গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের প্রয়াত এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি ওই আসনের সাবেক এমপি ও অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল কাদের খান (৭৮) মারা গেছেন।
রবিবার, ১৯ জানুয়ারি ভোরে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি মারা যান।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ভাগিনা গাইবান্ধার একটি বেসরকারি কলেজের সহকারি অধ্যাপক মো. হাবিবুর রহমান।
তিনি বলেন, গেল বছরের ৯ অক্টোবর কেরানিগঞ্জ কারাগারে ব্রেন স্ট্রেক করলে তাকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় চলতি মাসের ১৫ জানুয়ারী তাকে লাইফ সাপোর্টে নেয়া হলে রোববার ১৯ জানুয়ারী তিনি মারা যান। তার গ্রামের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের খানপাড়া গ্রামে। এছাড়া বগুড়ার মালতি নগরে তাঁর বাসা ও একটি ক্লিনিক রয়েছে। তাঁর স্ত্রীও একজন চিকিৎসক। এক সন্তানের জনক তিনি। রোববার রাতে বগুড়ার বাসায় তাঁর দাফনের কথা রয়েছে।
২০১৬ সালের ৩১ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার সর্বানন্দ ইউনিয়নের উত্তর সাহাবাজ মাস্টারপাড়ার নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটন। এ ঘটনায় ৮ জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা করে লিটনের বড় বোন ফাহমিদা কাকুলী বুলবুল। তদন্ত শেষে কাদের খাঁনসহ ৮ জনের বিরুদ্ধে ২০১৭ সালের ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
২০১৭ সালের ২১ ফেব্রুয়ারী বগুড়া বাসা থেকে সাবেক সাংসদ ও অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল কাদের খাঁনকে গ্রেফতার করা হয়। তখন থেকে তিনি গাইবান্ধা জেলা কারাগারে আটক ছিলেন।
এই হত্যাকান্ডের পর পুলিশ দুটি মামলা দায়ের করে। একটি অস্ত্র মামলা ও অপরটি হত্যা মামলা। অস্ত্র মামলার রায়ে একমাত্র আসামি ওই আসনের জাতীয় পার্টির সাবেক এমপি ও অবসরপ্রাপ্ত কর্ণেল আব্দুল কাদের খানকে ১২ জুন যাবজ্জীবন কারাদন্ড দেন বিচারক।
আলোচিত এ মামলা ২০১৮ সালের ৮ এপ্রিল প্রথম দফায় আদালতে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। বাদি, নিহতের স্ত্রী ও তদন্ত কর্মকর্তাসহ এ পর্যন্ত ৫৯ জন সাক্ষীর সাক্ষগ্রহণ করে আদালত। ৩১ অক্টোবর মামলার সাক্ষী গ্রহণ কার্যক্রম শেষ হয়। ১৮ ও ১৯ নভেম্বর মামলার যুক্তিতর্ক উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবি পিপি শফিকুল ইসলাম শফিক। ২০১৮ সালের ৭ ফেব্রুয়ারী অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালতের বিচারক।
২০১৯ সালে ২৮ নভেম্বর বহুল আলোচিত ও চাঞ্চল্যকর গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের প্রয়াত এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলার রায়ে ৭ জনকে ফাঁসির আদেশ দেন বিচারক। মৃত্যুদন্ডপ্রাপ্তরা হচ্ছেন- ওই আসনের জাতীয় পার্টির সাবেক এমপি ও অবসরপ্রাপ্ত কর্ণেল আব্দুল কাদের খান এবং তার পিএস শামছুজ্জোহা, গাড়ি চালক হান্নান, ভাতিজা মেহেদি, শাহীন, রানা ও চন্দন কুমার রায়। জেলা ও দায়রা জজ দিলীপ কুমার ভৌমিক তাঁর আদালতে এই রায় ঘোষণা করেন।
(Editor & Publisher)
Head office:-Motijheel C/A, Dhaka-1212,
Corporate office:-B.B Road ,Chasara, Narayanganj-1400, Tell-02-47650077,02-2244272 Cell:+88-01885-000124,01885-000126
web:www.samakalinkagoj.com. For news:(Online & Print)
samakalinkagojnews@gmail.com, news.samakalinkagoj@gmail.com
For advertisements:-ads.samakalinkagoj@gmail.com
For publisher & editor:-editorsamakalinkagoj@gmail.com. Cell: +8801754-605090(Editor)
☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪ রেজি ডি/এ নং-৬৭৭৭
© All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority>(© সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ)
Copyright © 2025 Samakalin Kagoj. All rights reserved.