প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৫, ৬:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১০, ২০২৫, ৬:১৮ পি.এম
শ্রীমঙ্গলে বর্ণিল আয়োজনে ‘হারমোনি ফেস্টিভ্যাল’এর উদ্বোধন
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত বিটিআরআই এর কাকিয়াছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পর্যটন শিল্পকে বিকশিত করতে প্রথমবারের মতো ৩ দিন ব্যাপী চায়ের রাজধানীখ্যাত একটি পাতা দুটি কুঁড়ি'র রাজ্যে শ্রীমঙ্গলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে বর্ণিল জীবন ও সংস্কৃতির মেলবন্ধনের লক্ষে ৩ দিন ব্যাপী "হারমোনি ফেস্টিভ্যাল" মেলার উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১০শে জানুয়ারি) বেলা ৩টায় মেলার উদ্বোধন করেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (গ্রেড-১) আবু তাহের মুহাম্মদ জাবের’র সভাপতিত্বে ও মৌলভীবাজার জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন’র স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠানের "গেস্ট অব অনার" হিসেবে বক্তব্য রাখেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ নাসরিন জাহান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় কমিশনার মো. রেজা-উন-নবী, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী, জেলা অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন রায় প্রমুখ।
এই মেলায় উপজেলার ২৬টি নৃ-জাতি গোষ্ঠীর বর্ণিল জীবনও সংস্কৃতির মেলবন্ধন নিয়ে ৫০টি স্টলে প্রদর্শন করা হয়েছে। মেলা সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। এতে স্থানীয় বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি স্টলে বিভিন্ন উপকরণের প্রদর্শনী হয়।
অঞ্চলভিত্তিক এ ‘হারমোনি ফেস্টিভ্যাল’ মেলাকে সফল করার লক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন। এই মেলায় ৫০টি স্টলের মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উৎপাদিত পণ্য, খাবার, জীবনমান, পোশাক ইত্যাদি প্রদর্শন ও বিক্রয় করা হয়।
এছাড়াও তাদের সংস্কৃতি, নাচ-গান, ধর্মীয় আচার রীতিনীতি অনুষ্ঠানের বিষয়াদি মঞ্চে উপস্থাপন করা হয়। উৎসবে খাসিয়া, গারো, মণিপুরী, ত্রিপুরা, সবর, খাড়িয়া, রিকিয়াসন, বারাইক, কন্দ, রাজবল্বব, ভূঁইয়া, সাঁওতাল, ওরাও, গড়াইত, মুন্ডা, কুর্মী, ভুমিজ, বুনারজি, লোহার, গঞ্জু, কড়া জনগোষ্ঠী’সহ আরও বিভিন্ন জাতি গোষ্ঠী অংশ নিয়েছেন।
এ মেলার অন্যতম আয়োজক শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন জানান, আমরা পর্যটনশিল্পের ইতিহাস ঐতিহ্য’সহ এ অঞ্চলের কৃষ্টি কালচার সংস্কৃতি মেলায় প্রদর্শন করা হবে। এ মেলাটি ৩ দিন ব্যাপী সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। আপনাদের সকলের স্ববান্ধব উপস্থিতি কামনা করছি।
(Editor & Publisher)
Head office:-Motijheel C/A, Dhaka-1212,
Corporate office:-B.B Road ,Chasara, Narayanganj-1400, Tell-02-47650077,02-2244272 Cell:+88-01885-000124,01885-000126
web:www.samakalinkagoj.com. For news:(Online & Print)
samakalinkagojnews@gmail.com, news.samakalinkagoj@gmail.com
For advertisements:-ads.samakalinkagoj@gmail.com
For publisher & editor:-editorsamakalinkagoj@gmail.com. Cell: +8801754-605090(Editor)
☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪ রেজি ডি/এ নং-৬৭৭৭
© All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority>(© সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ)
Copyright © 2025 Samakalin Kagoj. All rights reserved.