নিজস্ব প্রতিনিধি, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পাইকারি আড়তের দখল নিতে বিএনপির দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় গুলি করাসহ, বাইক, গাড়ি ও অফিসে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ছয় জন গুলিবিদ্ধসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জেলার রূপগঞ্জ উপজেলার সাওঘাট এলাকায় বিসমিল্লাহ পাইকারি আড়তের দখল নিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, এ নিয়ে সেলিম প্রধান ও মজিবুরের মধ্যে বিরোধ চলছে। ইউএনও কয়েকদিন আগে দুই পক্ষের লোকজনকে ডেকে আড়ত থেকে কোনো প্রকার টাকা তুলতে নিষেধ করেন।
তারা জানান, এদিন মজিবুরের লোকজন সেলিম প্রধানের অফিসের সামনে গেলে সেলিমের লোকজন তাদের লক্ষ্য করে ইটপাটকেল, ককটেল ও গুলি ছোড়ে। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পরে। এক পক্ষ আরেক পক্ষের ১০টি মোটরসাইকেল, একটি প্রাইভেটকার পুড়িয়ে দেয় এবং একটি অফিসে ভাঙচুর ও আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, জড়িতদের দ্রুততম সময়ে মধ্যে আটকের চেষ্টা অব্যহত রয়েছে।
◑ Chief Adviser ☞ ◑ Adviser☞ Mohammad Kamrul Islam
◑Editor & publisher ☞ Mohammad Islam ✪Head office:-Motijheel C/A, Dhaka-1212,
✪Corporate office:-B.B Road ,Chasara, Narayanganj-1400, ✆Tell-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126
◑web:www.samakalinkagoj.com. ✪For news:(Online & Print)samakalinkagojnews@gmail.com,
✪For advertisements:-ads.samakalinkagoj@gmail.com✪For Editor & publisher:-editorsamakalinkagoj@gmail.com.✆Cell: +8801754-605090(Editor)☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
☞সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪ রেজি ডি/এ নং-৬৭৭৭
◑ All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority>(© সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ)
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.