প্রিন্ট এর তারিখঃ জুলাই ৬, ২০২৫, ২:২১ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৫, ৬:৩৪ পি.এম
ভেড়ামারায় স্ত্রীর পরকীয়ায় কাল হলো এক প্রবাসীর

হৃদয় রায়হান,কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।
কুষ্টিয়ার ভেড়ামারায় স্ত্রীর পরকীয়া প্রেমিককে সায়েস্তা করতে এসে পিস্তল সহ ইটালি প্রবাসী ও তার ৩ সহযোগী গ্রেফতার । মাস খানেক পূর্বে দেশে ফিরেছেন সবুজ। তিনি ভেড়ামারার মোকারিমপুর ইউনিয়ন এর গোপিনাথপুর এলাকার সোনা আলীর পূত্র। দেশে এসে জানতে পারে স্ত্রীর পরকীয়ার কথা। কোনোভাবেই মেনে নিতে পারেন না স্ত্রীর পরকীয়ার বিষয়। পরকীয়া প্রেমিক বিজয় একই এলাকার বাবলুর ছেলে। প্রতিশোধের আগুন দানা বাঁধে চরমে প্রবাসীর। মরিয়া হয়ে ওঠে বিজয় কে দেখে নেয়ার। পুলিশ কে সংবাদ দিলে থানা পুলিশ ১টি বিদেশি পিস্তল, ১ রাউন্ড গুলিসহ ৪ জনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।গ্রেফতারকৃত সবুজ আলী (২৫), মো. আপন(১৮), সাকিবুল হাসান শোভন(১৮) ও মো. নুরুন্নবী প্রামানিক(৩২) উপজেলার মোকারিমপুর ইউনিয়নের বাসিন্দা। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৫ই জানুয়ারি বুধবার রাত ৯ টায় পুলিশ তাদেরকে অস্ত্রসহ আটক করে থানায় নিয়ে আসেন।মপ্রত্যক্ষদর্শী ও ভেড়ামারা থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মোকারিমপুর ইউনিয়নের নওদা ক্ষেমিরদিয়ার এলাকার মো. বাবলুর ছেলে সাখাওয়াত হোসেন বিজয়ের ওপর সবুজ আলীর নেতৃত্বে একদল সন্ত্রাসী তার নিজ বাড়িতেই হামলার উদ্দেশ্যে যায়। ভুক্তভোগী বিজয়ের বাবা মো. বাবলু বলেন, সবুজের নেতৃত্বে ৩-৪টি মোটরসাইকেলযোগে ১০ জন সন্ত্রাসী তার ছেলেকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে হত্যার উদ্দেশ্যে হামলা করে। তিনি দাবি করেন, পুলিশ ১টি বিদেশি পিস্তল উদ্ধার করলেও বাকি ২টি পিস্তল সন্ত্রাসীরা পাশে থাকা পুকুরে ফেলে দেয়। এদিকে গ্রেফতারকৃত সবুজ, সাখাওয়াত হোসেন বিজয়ের বিরুদ্ধে তার স্ত্রীর গায়ে হাত তোলা সহ পরকীয়ার অভিযোগ তুলে বলেন, গত ১৪ই জানুয়ারি বিজয় তার স্ত্রীর গায়ে হাত তুলেছে ও কু-মতলব নিয়ে আমার বাড়িতে যায়। আমি তখন বাড়ি ছিলাম না। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহিদুল ইসলাম বলেন, ঘটনা জানার পর পুলিশ দ্রুত গিয়ে ১টি বিদেশি অস্ত্র ও ১ রাউন্ড গুলি, ১ টি ম্যাগজিন সহ ৪ জনকে গ্রেফতার করে। বাকি ২টি অস্ত্র পুকুরে ফেলার বিষয়ে যে অভিযোগ আছে, সেটা আমরা খতিয়ে দেখছি। তাদের বিরুদ্ধে রাতেই মামলা হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। বুধবার (১৫ জানুয়ারি) রাত আনুমানিক ৯ টার দিকে সবুজ সংঘবদ্ধ হয়ে হামলা করতে আসে স্ত্রীরির প্রামিক বিজয়ের বাড়িতে। বিজয় বুঝতে পেরে চিৎকার দিয়ে পলানোর চেষ্টা করে। সবুজ সহ তার সহযোগীরা বিজয়ের পিছু নেয়। পরবর্তীতে স্থানীয় জনতার হাতে আটক হয় ইটালি প্রবাসী সবুজ ও তার ৩ সহযোগী। এসময় তাদের কাছ থেকে ১ টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
◑ Chief Adviser ☞ ◑ Adviser☞ Mohammad Kamrul Islam
◑Editor & publisher ☞ Mohammad Islam ✪Head office:-Motijheel C/A, Dhaka-1212,
✪Corporate office:-B.B Road ,Chasara, Narayanganj-1400, ✆Tell-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126
◑web:www.samakalinkagoj.com. ✪For news:(Online & Print)samakalinkagojnews@gmail.com,
✪For advertisements:-ads.samakalinkagoj@gmail.com✪For Editor & publisher:-editorsamakalinkagoj@gmail.com.✆Cell: +8801754-605090(Editor)☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
☞সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪ রেজি ডি/এ নং-৬৭৭৭
◑ All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority>(© সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ)
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.