প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ৩:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৪, ২০২৫, ৬:৪৫ পি.এম
বিএনপি নেতাকর্মীদের বলব আপনারা অসহায়দের পাশে দাঁড়ান: সাবেক এমপি গিয়াস উদ্দিন
লিটন চৌধুরী,সিদ্ধিরগঞ্জ(না'গঞ্জ)প্রতিনিধি
।।
০৫ আগস্ট স্বৈরশাসক এ দেশ থেকে পালিয়ে গেলেও তাদের দোসররা এখনও সাধারণ মানুষের মধ্যে উস্কানিমূলক কর্মকান্ড চালানোর চেষ্টা করছে৷ এদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। নারায়ণগঞ্জ শহরকে মাদক, চাঁদাবাজির হাত থেকে রক্ষা করতে হবে। আমি বিএনপি নেতাকর্মীদের বলব আপনারা অসহায় মানুষের পাশে দাঁড়ান।
বুধবার (১৪ জানুয়ারি) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার সিদ্ধিরগঞ্জের ৬নং ওয়ার্ডে বিএনপির শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে, প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি মুহাম্মদ গিয়াস উদ্দিন এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “দেশের মানুষ যা চায়, যা তাদের প্রত্যাশা, তা পূরণ করতে আমরা অঙ্গীকারবদ্ধ। স্বৈরাচার যে ধ্বংসস্তুপ রেখে গেছে, আমরা সেই অবস্থা থেকে দেশকে গড়ে তুলবো, উন্নয়ন করবো এবং মানুষের দুঃখ-দুর্দশা লাঘব করবো।”
নিজ দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে গিয়াসউদ্দিন বলেন, “জনগণের আশা-আকাঙ্খা ব্যাহত হয় এমন কোনো কাজে যেন লিপ্ত না হই। আমরা যেন জনগণের সুখ-দুঃখের সাথী হই এবং ঘরে ঘরে গিয়ে মানুষের দুঃখ-দুর্দশা দেখতে পারি। আমরা জনগণের পাশে থাকব ইনশাল্লাহ, জনগণকে সঙ্গে নিয়ে যে কোন আন্দোলন-সংগ্রামের মাধ্যমে আমরা আমরা গণতন্ত্রকে পুনপ্রতিষ্ঠিত করব এদেশে। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার আন্দোলন অব্যাহত আছে, আগামী দিনও করে যাবো যতদিন পর্যন্ত ভোটের অধিকার আমরা আদায় করতে না পারি।”
নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ মোস্তফার সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম ও নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি হাবিব মন্ডলের সঞ্চালনায় উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এম.এ.হালিম জুয়েল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি আব্দুল আল-মামুন, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহবায়ক এস.এম.আসলাম, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের যুগ্ম আহবায়ক ও নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাই রিংকু, শ্রমিক দলের যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ মিলন, ডি.এইচ.বাবুল, সেলিম মাহমুদ, এড্যাঃ মাসুদুজ্জামান মন্টু, রওশন আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, শ্রম-বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, মমতাজ উদ্দিন মন্তুু, মহানগর যুবদলের যুগ্ম-আহবায়ক সাগর প্রধান, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শরীফ হোসেন, গোলাম কিবরিয়া, ৬নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি হাবিব, শামীম, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন, মকবুল হোসেন বাবু, খোরশেদ আলম, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিকদলের সদস্য সচিব শরীফ হোসেন, নয়ন, বাবু, আল-আমিন ও আলমগীর হোসেন প্রমূখ।
(Editor & Publisher)
Head office:-Motijheel C/A, Dhaka-1212,
Corporate office:-B.B Road ,Chasara, Narayanganj-1400, Tell-02-47650077,02-2244272 Cell:+88-01885-000124,01885-000126
web:www.samakalinkagoj.com. For news:(Online & Print)
samakalinkagojnews@gmail.com, news.samakalinkagoj@gmail.com
For advertisements:-ads.samakalinkagoj@gmail.com
For publisher & editor:-editorsamakalinkagoj@gmail.com. Cell: +8801754-605090(Editor)
☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪ রেজি ডি/এ নং-৬৭৭৭
© All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority>(© সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ)
Copyright © 2025 Samakalin Kagoj. All rights reserved.