অনলাইন নিউজ ডেস্ক।।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী বলেছেন, ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের পর অন্যরকম পরিস্থিতির ভেতর দিয়ে পার করেছে দেশ। ১৫/২০ দিন কোথাও কোনো পুলিশের কার্যক্রম দেখা যায়নি।
দেশে চরম সেই অস্থির পরিস্থিতিতে সংখ্যালগু হিন্দুদের মন্দির পাহারা দিয়েছেন মুসলমানরা।এমনকি আমরা নিজেরা নিজেদের পাড়া মহল্লায়ও পাহারা দিয়েছি। এটাই বর্তমান বাংলাদেশ, এটাই বাংলাদেশের স্পিরিট।
শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ময়ূরপঙ্খী লোকজ মঞ্চে মাস ব্যাপি এ মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা ফারুকী বলেন, আমরা প্রত্যেকের পাশে দাঁড়াবো। এতে কার ধর্মীয় পরিচয় কি, কার অন্য পরিচয় কি তাকাবো না। এটা সরকারেরও দার্শনিক। সকল ধর্ম, বর্ণ যার যা পরিচয় এই পরিচয়ের ভিত্তিতে কেউ কাউকে আলাদা করবো না। সবাই সবার পাশে থাকবো। তবে, এসকল সাংস্কৃতিক প্রোগ্রামকে কেন্দ্র করে বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটেছে এটা অস্বীকার করছি না। সেসব বিষয় সরকারের পক্ষ থেকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ বৈচিত্র্যের জায়গা, বৈচিত্র্য রক্ষার্থে সরকার কাজ করবে। এজন্য পুলিশকেও নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, যে কোনো জাতির জন্য সামনে এগিয়ে যাওয়াই দক্ষতা। সামনে এগিয়ে যেতে গেলে একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে, পেছনে কোন রাস্তা ফেলে এসেছি, কোন রাস্তা দিয়ে হেটে এসেছে জাতি এটা নজরে রাখে। এর দিকে নজর রাখার কাজ লোকজ ও কারুশিল্প ফাউন্ডেশনের।
এ মেলায় আমাদের ঐতিহ্যকে মনে রাখার জন্য, এটা আমাদের মনে করিয়ে দেয় আমরা কোন জায়গা থেকে এসেছি। ঐতিহ্যবাহী জাদুঘর এলাকা উন্নয়ন প্রশ্নে ফারুকী বলেন, আমরা তো এখানে মাত্র এসেছি, এসেই প্রথমে যে উপলব্ধিটা করেছি। এখানে আসার মূল বাধা হচ্ছে প্রবেশের সড়কগুলো অত্যন্ত সরু। ফলে আগত মানুষের যাতায়াতে সমস্যা হয়। এটা চাইলে আজকেই সমাধান করা সম্ভব না। তবে এই সমস্যাটা চিহ্নিত করেছি। আমরা এটা নিয়ে কাজ করতে চাই। এখানকার রাস্তা ও প্রবেশ পথ প্রশস্ত করতে চাই।
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে লোকজ ঐতিহ্যবাহী যুগের ধারক বাহক এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুল রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ,রাজনৈতিক নেতা,সাংবাদিক সুশীল সমাজ প্রমূখ।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Samakalin Kagoj. All rights reserved.